![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ এ ত্রিশ লাখ মানুষ হত্যা, মা বোনদের ইজ্জত লুন্ঠনকারীদের বিচারের জন্য ৪২ বছর অপেক্ষা করতে হয়। সাক্ষী সাবুদ লাগে, বিচার প্রক্রিয়া বছরের পর বছর গড়ায়, রায় হয়, আপীল পাল্টা আপীল সবই হয়। রায় কার্যকরের জন্য শাহবাগ হয়, হাসপাতালের যোগাযোগ বন্ধ হয়, গজের পর গজ কাপড় নষ্ট হয়- গণস্বাক্ষর এর জন্য, জাতীয় সংগীত গাওয়া হয়, মোমবাতি জালানো হয়, আরো কতো কি...............।
অথচ, একজন এমপির গাড়ীবহরে হামলার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি প্রদানের ক্ষেত্রে তাদেরকে বিচারের আওতায় আনার প্রয়োজন পড়েনা, রায় প্রদানের প্রয়োজন হয়না, প্রয়োজন পড়েনা উপরোল্লিখিত কোন কিছুরই। বরং তাদেরকে বিনা বিচারে উর্ধতন কর্তৃপক্ষের দৃশ্যমান (কিন্তু আইনের দৃষ্টিতে অদৃশ্য) হত্যার নির্দেশে রাতের আঁধারে লাশ বানিয়ে ফেলে রেখে দিনের আলোয় উদ্ধার করার নাটক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়- ৭১ এ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে মা-বোনের ইজ্জত লুট, মুক্তিযোদ্ধাদের নৃশংস হত্যার চাইতেও ২০১৩ সালের একজন এমপি প্রার্থীর গাড়ী বহরে হামলা বড্ড বেশী মানবতা বিরোধী।
রাজাকারেরা মানুষ হইলেও স্বাধীন দেশের সরকার বিরোধীরা কোন ভাবেই মানুষ নয় !!
দেশের প্রতিটি সেকশানে যেদিন এমন অমানুষেরা ঘুরে দাঁড়াবে, প্রতিরোধ করবে, তখন হয়তো বাকের ভাইরা অনুধাবন করতে পারবেন আশেপাশে "কোথাও কেউ নেই।"
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত শিবিরের হত্যালিলা ও বিরামহীন নাসকতার তুলনায় দুচার জন ক্রসফায়ার খুবই মামুলি।
বিম্পি-জামাত শাসনআমলে ক্লিনহার্ট অপারেশনে নর্মাল শান্তিপুর্ন সময়ে মাত্র ২ মাসেই ৮১ জনকে হত্যা করা হয়েছিল। জামায়াত-শিবিরের খুন-খারাবি জ্বালাও-পোড়াও সহিংসতা শক্ত হাতে দমন করতে হবে। এর জন্য যা যা দরকার সবই করতে হবে।
দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কখনো সফল হতে দেয়া যায় না। দেয়া হবে না।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
মতিউর রহমান মিঠু বলেছেন: বালবৈশাখী ছাগল তোমরাতো তাইলে কুত্তার চেয়েও অধম নাকি? বিচারের আওতায় এনে ফাসি দেয়া যেতনা?
এই হলো bal এর গনতন্ত্র নাকি?
বলদ ফাকিস্তান বানানো এতো সহজ! তোদের মতো দেশপ্রেমি (৭১এ যেমন কোলকাতায় নটিবাজি করছিস) ৭১ এ পালাইছো তবু দেশ স্বাধীন হইছে তেমনি তোরাও ওপারে পালাবি কিন্তু সাধরন মানুষ সব চক্রান্ত রুখে বাংলাদেশ কে স্বাধীন রাখবে।
দোয়াকরি এমন লাশ তোকে যেন না হতে হয়। ফাকিস্তান জুজু আর দেখাসনে দালাল, অলিক স্বপ্নও আর দেখিসনা।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
উড়োজাহাজ বলেছেন: ৭১ এর চেতনা থেকে পথভ্রষ্ট আ্ওয়ামী লীগ?