নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....................

আমি এত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই এসে বহন করুক: আমি প্রয়োজন বোধ করিনা: আমি এক গভীরভাবে অচল মানুষ

ৈহমনতী

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;-এক নক্ষত্রের নিচে তবু- একই আলো পৃথিবীর পারে আমরা দু'জনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় .. জীবনানন্দ দাশ

ৈহমনতী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার টিনটিন ভাইয়ের কথায়,একটু খানি দুঃসাহস দেখালাম( একটি আজাইরা ছবিব্লগ)(বিরক্ত করার জন্য টিনটিন ভাই দোষী:|:|)

০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:১৩

অনেক দিন পর লিখতে বসলাম। আসলে লিখতে বসেছি বললে ভুল হবে।সামুতে আসা হয় না,বহুদিন।গত কয়দিন ধরেই আবার সামুর অলিগলিতে হাঁটাহাঁটি করছি।আজকের পোষ্টটা দিচ্ছি টিনটিন ভাইয়ের কথা শুনে। কিছুটা নয়, বরং অনেক খানি দুঃসাহস দেখাচ্ছি।আগেই তাই সকল ফটোগ্রাফার ও সামুর সম্মানিত পাঠককুলের কাছে মাফ চেয়ে নিচ্ছি।

ভালো খারাপ এর বিচার আপনাদের উপরেই রাখলাম। :!> :#>





ক্যাপশনঃ অন্তহীন অপেক্ষা





ক্যাপশনঃ ঝিলের জলে শাপলার হাসি(যদিও পাতার আধিপত্তই বেশি X( /:) )





ক্যাপশনঃ গন্তব্য অজানা





আমার বাড়িতে কষ্ট করে আসার জন্য, আর এই আব যাব ছবি দেখে চোখ নষ্ট করার জন্য ফুলের শুভেচ্ছা :D :D :!>

(এইটাও কিন্তু আমি তুলছি :D)

অঃ টঃ দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।

মন্তব্য ১৪৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:১৬

শার্লক বলেছেন: valo hoise.

০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:২৫

ৈহমনতী বলেছেন: ধন্যবাদ :)

২| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:১৭

তামিম ইবনে আমান বলেছেন:
লাস্টের আগেরটা অসাম হইছে। লাস্টের টা কি আপনি তুলেছেন? :)

০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

ৈহমনতী বলেছেন: জী ভাই। সেটাও আমার তোলা।অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। :) :)

৩| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪

নািসমুল হোসাইন বলেছেন: চমৎকার হইছে ভাই...।

০২ রা অক্টোবর, ২০১২ রাত ১২:২৪

ৈহমনতী বলেছেন: শুইনা মন ডা ভালা হইয়া গেল,।

৪| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪

রাতুল_শাহ বলেছেন: ১ম ছবিটার মাঝে একটা আকর্ষণ আছে।

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:২০

ৈহমনতী বলেছেন: :) ,

৫| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:৩৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: ১ নং টা কুপায় ভাল লাগছে
৩ নং টাও জোস....
২ নং টা সুন্দর, কিন্তু একটু বেশি হিবিজিবি লাগছে :(

আপনে সুন্দর ছবি তুলেন।

আমার তুলা কয়ডা ছবি দেখবেন?

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৩

ৈহমনতী বলেছেন: ২নং টা আমার নিজের কাছেই হিবিযিবি লাগে
৪নং টাও কিন্তু আমি তুলছি।
আরে, আমি তো আপনার ছবির নিয়মিত দর্শক। :)
খুব ভালো তুলেন আপনি।
ব্লগ এ এলেই আপনার ব্লগ এ নতুন কি ছবি আসছে দেখি। :)
আপনার কাছে আমার ছবি ভালো লেগেছে শুনে আর একটু ভরসা পাইলাম।

৬| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:৩৬

টিনটিন` বলেছেন: আমরা অনেকেই আছি, ক্যামেরা ধরি, যা ছবি উঠুক না কেন ব্লগে পোষ্ট করি। ভালো হোক, খারাপ হোক। এতে, ব্লগারদের কমেন্টে ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায়। আর আপনার এত সুন্দর ছবি নিয়ে আপনি নার্ভাস বোধ করছেন?

সবগুলো ছবি দেখার মতো সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথমটা একেবারে প্রফেশনালদের মতো হয়েছে।

শুধু একটাই অভিযোগ, ছবি এত কম কেন। আরো অনেক বেশী বেশী করে ছবি দেন। :)

২য় লাইক। :)

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৩

ৈহমনতী বলেছেন: আপনার কথায় সাহস পাইলাম।
আসলে বেশি ছবি দেয়ার সাহস হচ্ছিলো না।
প্রথম ছবিটা কিভাবে তুলেছি শুনলে হেসেই কুল পাবেন না। ফ্রেন্ডদের সাথে বেড়াতে গিয়েছিলাম স্মৃতিসৌধ এ।কেউ দাড়ায় না।খালি হাঁটতেই আছে।যখন বের হয়ে যাবে সবাই তখন ছবিটা তুলছিলাম,সবগুলা ফ্রেন্ড চিৎকার করছিল তোকে রেখে চলে যাব।আমি গেটের দিকে দৌড়াতে দৌড়াতে ২টা স্ন্যাপ নিয়েছি।

আচ্ছা, দিব আরও কিছু।
লাইক এর জন্য ধন্যবাদ।

৭| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:৪০

ওস্তাদজী... বলেছেন: এত সুন্দর ফডুক ক্যামনে তুলেন ভাই+++

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৬

ৈহমনতী বলেছেন: ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে।
আমারটাও ঝড়ে বক মরার মত।
পিলাচের জন্য ধইন্না,.।।। :)

৮| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:৪৩

১১স্টার বলেছেন: ++++++++++++

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৬

ৈহমনতী বলেছেন: ধন্যবাদ :)

৯| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
সবচে ভাল্লাগসে ঝিলের জলে শাপলার হাসি :) ||

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৭

ৈহমনতী বলেছেন: জেনে আমারও ভালো লাগল। :)

১০| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:২০

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: প্রথমটা দেইখা ভাবলাম হাতে আকা! খাইসে এত সুন্দর! :D

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৬

ৈহমনতী বলেছেন: শুনে খুব ভালো লাগল, যে ভালো লেগেছে। :)

১১| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:২৭

আবিদ ফয়সাল বলেছেন: ১ নং টা অসাম! :)

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৭

ৈহমনতী বলেছেন: :)

১২| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

খুলনার শের বলেছেন: ৩ টাই অসাধারন লাগল। আপনি খুব সুন্দর ছবি তোলেন। তবে প্রথম ছবিটা চমৎকার।

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৫১

ৈহমনতী বলেছেন: ৪ নং টাও কিন্তু আমি তুলছি। :)
প্রথম ছবিটা আমার ও অনেক পছন্দের। আমার বাড়িতে আসার জন্য ধন্যবাদ।

১৩| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:৪৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
১ নাম্বারটা দেখেই মুগ্ধ হয়ে গেছি । +++

অঃ টঃ দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।

এটা দেয়ার মানে বুঝলাম না । পোস্টে ত খারাপ কিছুই নেই !!

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:০৮

ৈহমনতী বলেছেন: :)
পোষ্টে খারাপ কিছু নাই সত্য,কিন্তু বাজে কথা বলার মানুষের অভাব নাই।এর আগে একটা গল্প দিয়েছিলাম সেখানে আজে বাজে ছবি দিয়েছিল :(
পিলাচের জন্য ধইন্না।

১৪| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

কনিফউজড_েনিটেজন বলেছেন: দুর্দান্ত।

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:১০

ৈহমনতী বলেছেন: :!> :#>

১৫| ০২ রা অক্টোবর, ২০১২ রাত ১২:০৬

কাউন্ট ড্রাকুলা বলেছেন: সত্যিই অসাধারন হাত আপনার। বিশেষ করে প্রতম ছবিটা। এক কথায় অসাধারন। :)

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:১০

ৈহমনতী বলেছেন: B-)) :!>

১৬| ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: খুব খুব খুব সুন্দর।

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:১১

ৈহমনতী বলেছেন: খুব খুব খুব ভালো লাগল জেনে আপু :)

১৭| ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:৫০

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার মন্তব্য পড়েতো আমার কালো চেহারও লাল হয়ে গেল! :P



"৪নং টাও কিন্তু আমি তুলছি।" - মন্তব্য করার সময় ঐটার কথা ভুলেই গেছিলাম! ট্যাব থেকে উত্তরটি দিয়েছিলাম তো, ট্যাবে লিখতে একটু কষ্ট হয়, তাই বোধহয় ভুলে গেছিলাম।

"আরে, আমি তো আপনার ছবির নিয়মিত দর্শক।" এবং "ব্লগ এ এলেই আপনার ব্লগ এ নতুন কি ছবি আসছে দেখি। " - এই কথা দুইটাই আমাকে লজ্জা দিছে। যতদূর জানতাম ব্লগে আমার এমন কোন পজিশন নাই যে কেউ একজন আমার ব্লগ নিয়মিত দেখবে। এখন মনে হচ্ছে ধারণা পাল্টাতে হবে।

"খুব ভালো তুলেন আপনি।" - বুঝতেছি না কি বলব।

"আপনার কাছে আমার ছবি ভালো লেগেছে শুনে আর একটু ভরসা পাইলাম।" - আপু, হয়তো ফটোগ্রাফারদের মত বলে ফেলব (আমি কিন্তু এখনও সেই মাপের ফটোগ্রাফার না) ছবি তুলবেন নিজের জন্য। অবশ্যই অন্যকে দেখাবেন, তার পরেও, ছবি তুলবেন নিজের জন্য, নিজের কাছে ভাল লাগলে সেটা আসলেই ভাল।

আপনার জন্য শুভ কামনা। ফটোগ্রাফার কাউরে দেখেলেই আমার ভাল লাগে।

ফ্লিকারেই আমি নিয়মিত ছবি আপলোড করি। ব্লগে অনেক সময় সব ছবি দেই না।

০২ রা অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৬

ৈহমনতী বলেছেন: আয় হায়,কি বলেন!!! তাইলে তো এই লাল চেহারার একটা ছবি তুলে রাখা উচিৎ ছিল
:P
ট্যাব এ লিখতে কষ্ট হয়,তারপর ও এত্ত বড় কমেন্ট :D :Dদেখে ভালো লাগছে।

ব্লগ এই তো সবাই সবার পোস্ট দেখে।তাই নয় কি...আমি অনেক দিন সামুতে ছিলাম না।আসার পর পুরনো পরিচিত দের ব্লগ পড়ার সময় আপনার ব্লগে ঢুকেছিলাম।আপনার ছবিগুলো তখনি দেখেছিলাম।এরপর প্রতিবার ঢুকেই আপনার ব্লগ এ ছবি দেখতে যেতাম।কিন্তু এরপর অনেকদিন গিয়ে দেখি যে কোন ছবি দেয়া হয়নি নতুন করে।

আলবত ভালো তুলেন,বলাবলির কিছু নাই। B-) B-)

ছবি তোলা টা আমার কাছে নেশার মত।আমি আসলে আপনাকে বোঝাতে পারব না,এটা আমার কাছে কি।ছবি আমি শুধু আমার জন্যই তুলি :)। আমার এমন দিন ও গেছে ছবি নিয়ে কোন ফিচার কিংবা এডিটিং এর উপর লেখা বই নিয়ে বসে সারাদিন কেটে গেছে, পড়া,খাওয়া,ঘুম কিছুই হয় নি।এই একটা জিনিষ নিয়ে আমি কেন জানি না খুব বেশি মাতামাতি করি।
আমি ছবির তেমন কিছুই বুঝি না।তাই ছবি শেয়ার করার মত সাহস আমার হয় না।এইবার টিনটিন ভাইয়ের কথায় একটু সাহস করেই ছবিগুলো দিলাম।

আপনার জন্যও অনেক শুভকামনা। :)

১৮| ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:৫১

শফিউল আলম চৌধূরী বলেছেন: ওহ, আবার বলতে ভুলে গেছি, ৪ নং টাও সুন্দর হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

ৈহমনতী বলেছেন: :ধন্যবাদ :)

১৯| ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: B:-)


সেইরাম....

০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

ৈহমনতী বলেছেন: খাইছে!!!
বলেন কি!!!

২০| ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:

আরে! এতো সুন্দর ছবি দেখেতো আমার চোখ ট্যারা হয়ে যাচ্ছে!

আসলেই দারুণ তুলেছেন কিন্তু।

অভিনন্দন রইলো...চালিয়ে যান ফটোগ্রাফী।

০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৭

ৈহমনতী বলেছেন: আপু, আমার বাড়িতে আসার জন্য অনেক ধন্যবাদ। :)

কি বলছেন,আমি তো লজ্জায় লাল নীল বেগুনী হয়ে যাচ্ছি :!> :!> :#>

দোয়া করবেন :) :)

২১| ০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৩

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৮

ৈহমনতী বলেছেন: :)

২২| ০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

একজন আরমান বলেছেন: ১,৩,৪ তিনটি ছবিই অনেক সুন্দর হয়েছে।
++++

০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০৯

ৈহমনতী বলেছেন: পিলাচের জন্য ধইন্না। আমার বাড়িতে আসার জন্য :#) :#) আবারও ধইন্না

২৩| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: কমেন্ট আর লাইক দেখে হিংসা লাগতেছে :P



যাই হোক, আর ৩টা ছবি আপলোড দিলাম। ইচ্ছা হলে দেখতে পারেন।

০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৬

ৈহমনতী বলেছেন: কি যে কন।
ক্যামেরা নাই।সবগুলা ছবি ফ্রেন্ড এর পি এন্ড এস ক্যামেরা ধার করে তোলা।
একটা কোনরকম আইপড আছে, সেইটা দিয়া ছবি না তোলাই ভাল /:) /:)
আপনার ছবি তো গুলা তো মারাত্মক হয়েচে B-)) B-))

২৪| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:৩৬

মানবিক ৩০ বলেছেন: তুমি করে বললাম .কারন বয়সে তোমার সিনিয়র হব বুঝাই যাচ্ছে .......যা বলছিলাম তোমার তোলা যে কোন ছবি ভাল কমেন্ট পাবে এমনিতেই.এই সব কমেন্ট তোমাকে বিভ্রান্ত করতে পারে। আসল মুল্যায়ন নিজের কাছে থেকে শুনে নি্ও........আর ছবি তুলতে থাক যে যাই বলূক ,করন এটা একটা সুন্দর হবি, অনেক কিছু জানা যায় শেখা যায় ........টিচার না হয়্ওে নিজের ডিপার্টমেন্ট এ ক্লাস নেই ...তাই বেশি কথা বলার অভ্যাস হয়ে গেছে কিছু মনে করো না ..........শুভ কামনা

০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৮

ৈহমনতী বলেছেন: জী মনে থাকবে।
শুভকামনা জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:৫৫

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ছবিতো সুন্দর-ই সাথে ক্যাপশনগুলোও ভালো হয়েছে। +++

০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৩১

ৈহমনতী বলেছেন: ধন্যবাদ :) :)

২৬| ০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

শহিদুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো ! চমৎকার !

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৩

ৈহমনতী বলেছেন: আমার বাড়িতে আসার জন্য

২৭| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫২

সান্তনু অাহেমদ বলেছেন: ভালোলাগলো।+++

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৩

ৈহমনতী বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২৮| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ১নং ছবিটা বেশি ভাল লেগেছে।চমৎকার !

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৮

ৈহমনতী বলেছেন: :) :)
আপু আমার বাড়ি তে আসছেন তার জন্য

২৯| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০২

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: সুন্দর

১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৫

ৈহমনতী বলেছেন: ধন্যবাদ :)

৩০| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৪

শিপু ভাই বলেছেন:
১ম টা আর গোলাপ ফুলেরটা বেশি সুন্দর হইছে!!!

++++++++++++




১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

ৈহমনতী বলেছেন: আপনে আমার প্রোফাইলে আসছেন!!!!!
আপনারে গুল্লি ডট কম এর শুভেচ্ছা

৩১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ফডু ২ নম্বর টা ভালো লাগছে ।

১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

ৈহমনতী বলেছেন: আরে পাইলট ভাই দেহি।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল B-) B-)

৩২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ১ ম টা সুন্দর !

১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

ৈহমনতী বলেছেন: :D :D B-)

৩৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: বাজে মন্তব্যের ভয় কেন! ছবি ভালো হয়েছে, প্রথমটা সবচে বেশী সুন্দর।

১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২০

ৈহমনতী বলেছেন: কি করব বলেন,
বাজে কথা বলা লোকের অভাব নাই।
এরা বলার সময় ভাবেও না :(
ধন্যবাদ :D

৩৪| ১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৭

আইতাছে বলেছেন: চমৎকার হয়েছে :) :) :) :) সব গুলই। তবে ১ম টা বেশি

১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

ৈহমনতী বলেছেন: ওরে আইতাছে রে আইতাছে.।.।.।.।.।।
কি আইতাছে ভাই??????
হেহেহে ধইন্না :#) :#)

৩৫| ১৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

সালমাহ্যাপী বলেছেন: সবগুলা ছবিই সুন্দর হয়েছে কিন্তু প্রথম নৌকার ছবিটা বেশি ভালো লেগেছে


++

২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১০

ৈহমনতী বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। :)

৩৬| ১৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ১ ও ৩ নাম্বার ছবিটা অনেক ভালো লেগেছে ++++++

এরকম বিরক্ত মাঝে মাঝেই কইরেন :) :)



শুভকামনা রইল :)

২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১২

ৈহমনতী বলেছেন: অব্জারভেশন এর জন্য ধন্যবাদ।
টিনটিন ভাই না কইলে তো বিরক্ত করাই হইত না।

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০১

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ কাকে দিব এই সুন্দর ছবি গুলোর জন্য!! আপনাকে নাকি টিনটিন কে।

দুজনকেই ধন্যবাদ। আমার পোষ্ট এ নজর রাখবেন। আপনার তোলা ছবির রাস্তাটা আমার খুব প্রিয় একটা রাস্তা ওই রাস্তার ছবি নিয়ে আমার একটা পোষ্ট শীঘ্রই পাবেন।

ভালো থাকবেন :)

২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৬

ৈহমনতী বলেছেন: ভাই এই ছবিগুলার জন্য ধন্যবাদ পাবার দাবিদার একমাত্র টিনটিন ভাই।
তাই ওনাকেই দেন।
অবশ্যই নজর রাখব।
এই রাস্তা টায় গিয়ে আমারও খুব ভালো লেগেছে।
আপনিও ভালো থাকবেন।
আশা করি অনেক সুন্দর ছবি দেখতে পাব।

৩৮| ২৫ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নতুন কোনো পোষ্ট নেই কেন?

২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৭

ৈহমনতী বলেছেন: কাইন্দা লাভ নাই আপুনি।
আমি লেখালেখির ব্যাপারে বেজায় আলসে।
মনটা ভালো নাই। দোয়া কোরো আমার জন্যে।

৩৯| ২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর

২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৮

ৈহমনতী বলেছেন: আরে!!!
আপনি আমার বাড়িতে আসছেন :) :) :)
কি যে খুশি লাগতাসে। B-)) B-))

৪০| ২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ মুবারাক, প্রিয় হৈমন্তী আপু।

২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৯

ৈহমনতী বলেছেন: তুমাকেও আপুনি

৪১| ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো এবং পিলাচ , কি ব্যাপার আফা অনেক দিন হয় কুনু পুষ্ট করেননা ব্যাপারটা কিতা ?

২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩১

ৈহমনতী বলেছেন: ভাই, মনডা ভালা নাই।
পুষ্ট দিমু কিনা হেইডাও জানি না।

৪২| ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০৬

সমুদ্রচারী বলেছেন: ভালৈছে

২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৬

ৈহমনতী বলেছেন: ধইন্না :)

৪৩| ২৭ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১০

অনন্যমানুষ বলেছেন: শুধু লাইক দিলে কেমন জানি দেখায়, তাই একটা মন্তব্যও করলাম :)

২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৭

ৈহমনতী বলেছেন: আমারও মাঝে মাঝে এমন হয়, লাইক দিয়ে কথা না বলেই এসে পড়ি।
অন-নেক ধন্যবাদ :#) :#)

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮

দুরন্ত সাহসী বলেছেন: শুরু না হতেই খতম,মাত্র এই কয়টা?


আরও দিন,নইলে মন্তব্য করুমনা :-*

৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৪

ৈহমনতী বলেছেন: কি করমু কন দেহি, আর কিছু খুইজ্জা পাইতাসি না।
মন্তব্য না করলে কান্মু কিন্তু :(( :((

৪৫| ২৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৩

অবচেতনমন বলেছেন: ছবি গুলো খুব সুন্দর, নিমন্ত্রন রইল।

৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৫

ৈহমনতী বলেছেন: আমার ব্লগ বাড়ি আসার জন্য অনেক ধন্যবাদ।
অবশ্যই যাব আপনার বাড়ি :)

৪৬| ২৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৯

মদন বলেছেন: ১ নং টা জোসসসসসসসসসসস

৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৬

ৈহমনতী বলেছেন: আপনেরেও এক খান জোসসসসসসসসসসসসস ধইন্না

৪৭| ২৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৩

আবু সালেহ বলেছেন:
১ম ছবিটায় অন্যরকম একটা আকর্ষন আছে..............ভালো লাগা রইলো.....

৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৭

ৈহমনতী বলেছেন: মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ।
ঈদ শুভেচ্ছার জন্য আরও এক খান ধইন্না।
যদিও দেরি হয়ে গেল। তথাপি ঈদ মুবারক

৪৮| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ২:২২

শিপন মোল্লা বলেছেন: অন্তহীন অপেক্ষা নাম ছবিটাই আমার বেশি ভাল লাগলো এ আরো যদি নৌকার ছবিটা ফুল আসতো অও জ্বলের উপর গাছের ছায়া পুরা দেখা যেতো। তবুও চমৎকার। ভাল লাগা রেখে গেলাম। ভাল থাকবেন

৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৯

ৈহমনতী বলেছেন: গঠনমূলক মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ।
আশা করি সামনেও এইভাবে উৎসাহ দিবেন।

৪৯| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩৪

আমি রাইন বলেছেন: ১ম দুইটা ছবি খুবই সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫০

ৈহমনতী বলেছেন: আপনার কথা শুনিয়া আমি যারপর ন্যায় প্রীত B-) B-)
আমার ব্লগ বাড়ি আসার জন্য অনেক ধন্যবাদ :)

৫০| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৪

পক্তিমালা বলেছেন: ছবি যে কথা বলে ,আপনার প্রথম ছবিটা তার প্রমান।ক্যাপশন না থাকলেও এ ছবি অপেক্ষার কথাই বলত।বাকী ছবিগুলো ও ভালো হয়েছে,তবে প্রথমটা অন্যরকম সুন্দর।

আপনার নিকটাও আমার খুব ভালোলাগার।

অনেক শুভকামনা ।
এখন বিদায়।

৩১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০১

ৈহমনতী বলেছেন: ছবি ভালো লেগেছে জেনে ভালো লাগল।
অনেক ধন্যবাদ ছবিগুলো দেখার জন্য।
আর আমার ব্লগ বাড়ি আসার জন্য
এইটা কিন্তু আমি তুলি নাই। ফেবুতে পাইসি :)

৫১| ৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম ছবিটা আমার কাছে ছবি বলেই মনে হয়নি,***

দ্বিতীয় টার দিকে তাকিয়ে নস্টালজিক হলাম, ছোট বেলায় এরকম শাপলার ঝোপ জাল দিয়ে ঘিরে মাছ ধরতাম।

তৃতীয় ছবিটা দেখে একটা গান মাথার মধ্যে ডুকে গেছে ,'' এই পথ যদি না শেষ হয়---------------''

শেষ ছবিটা ফটোগ্রাফিক বিচারে অবশ্যই ভাল হয়েছে , আমার ভাল লাগেনি, আপনার দোষ নয়। একবার চড়া দামে এরকম একটা তোড়া কিনে দেখি একটুও ঘ্রান নাই , মনটা খারাপ হয়ে গিয়েছিল ।

*** মনে হয়েছে সুজন বাদিয়ার ঘাট টাইফ কোন কাব্য ।

পোস্টে অথবা কমেন্টে আপনার সরব উপস্থিতি কাম্য ।
ভাল থাকুন ।

৩১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৭

ৈহমনতী বলেছেন: প্রথম ছবিটা আমারও খুব পছন্দের।:)

হুম, ঠিক বলেছেন, তৃতীয় ছবিটা দেখলে এই গান টার কথাই মনে হয়।

শেষ ছবির কথা শুনে আপনার জন্য আফসোস হচ্ছে।

প্রতিটা ছবি সম্পর্কে আপনার মন্তব্য শুনে অনুপ্রেরনা পেলাম।
অনেক ধন্যবাদ।
সামনে পরীক্ষা, ব্লগে আসা হয় কম।
আমার বাড়ি আসার জন্য অনেক ধন্যবাদ।
আপনার বাড়ি নিশ্চয়ই বেড়াতে যাব। :D

৫২| ০১ লা নভেম্বর, ২০১২ সকাল ১১:২৩

আরিফ রুবেল বলেছেন: আহারে কত বিনয় !!!

০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

ৈহমনতী বলেছেন: আহালে, বিনয় আমার থাকব না কি তুমার থাকব??
এহ আইছে। /:) /:)
কোথায় বইন ডা এদ্দিন পর ব্লগে আইছে মিষ্টি মুষ্টি খাওয়াইবা তানা আইতে না আইতেই খোঁচাখুঁচি শুরু করছ X(( X((
যাও খেল্মু না, তোমার লগে

৫৩| ০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৪

ই=এমসিস্কয়ার বলেছেন: বাহ!! সুন্দর!!!!

০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

ৈহমনতী বলেছেন: :!> :#> :#>

৫৪| ০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৯

রেজোওয়ানা বলেছেন: সুন্দর ছবি তুলেছেন হৈমন্তী!

০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬

ৈহমনতী বলেছেন: আপু,আপনি!!!
আমার ব্লগ বাড়িতে!!!
কি যে ভালো লাগছে দেখে।
আপনার জন্য

৫৫| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৯

মাহী ফ্লোরা বলেছেন: বাহ! সবগুলো ছবিই দারুন আপু!

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৮

ৈহমনতী বলেছেন: অনেকদিন পর আমার বাড়ি আসলেন।
ধইন্না। :)

৫৬| ০৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১১

অস্হির বলেছেন: hmmmmmmm

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১২

ৈহমনতী বলেছেন: কি হুম ভাই??
কি বুঝমু?
তার উপ্রে প্রো পিক দিয়া রাগছেন রাগের,আমি তো ডরাইছি B:-) :||

৫৭| ২৭ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:০৭

নীরব নিলয় বলেছেন: "ছবি ব্লগ" জিনিসটারে পচাই ফেলতাচে কিছু বুদা মার্কা বলগার। /:)

রাস্তার ছবি একখান তুইলা ফটুশপে হাল্কার উপর ঝাপসা মাইরা বলগে আইসা লেদায় দেয় ছবি বলগ। :-0 /:)

যত্তসব। |-) |-)

২৭ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৪

ৈহমনতী বলেছেন: আপনার ভালো লাগে না সেটা বললেই হয়।
আপনার কথা শুনে মনে হচ্ছে ছবির খুব বড় সমজদার আপনি।
শুধু এস এল আর এ ছবি তুললেই ফটোগ্রাফার হওয়া যায় না।
আমি বলছিনা যে আমি ভালো ছবি তুলি কিংবা সেইরকম কোন বুঝ আমার আছে।কিন্তু আপনার কথা বার্তায় কিছুটা ভদ্রতা নিশ্চয়ই আশা করা যায়।ভালো থাকবেন।

৫৮| ২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫০

শফিউল আলম চৌধূরী বলেছেন: @নীরব নিলয়.... আপনার সমস্যা কি? আপনি আপনার ব্লগের টাইটেল দিছেন "জ্ঞান মানুষকে সংযত করে" কিন্তু আপনি "কিছু বুদা মার্কা বলগার" কথাটা দ্বারা কি সংযত হয়েছেন? আপনার জ্ঞান নিয়ে আমার প্রশ্ন আছে।

রিপোর্টেড

৫৯| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬

মাসুদ হাসান_২৯ বলেছেন: অন্তহীন অপেক্ষা আর গন্তব্য অজানা ফডু দুইটা ভালা লাগছে। আমি একাকিত্ত্ব পছন্দ করি তাই হয়ত বেশী ভাল লাগার কারণ।ভাল তুলেছেন ফডু।

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৮:৪৭

ৈহমনতী বলেছেন: ধন্যবাদ :|

৬০| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১২

টিনটিন` বলেছেন: ভালো পোষ্টে ১টা আবাল মার্কা কমেন্ট আসা মানে এই না যে আপনার পোষ্ট খারাপ। আপনি আপনার কাজ করে যান।

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৮:৫১

ৈহমনতী বলেছেন: আমি ভাই সহজ কথা বুঝি।
ভালো খারাপ লাগবার অধিকার সবার আছে।ভালো না লাগতেই পারে।কিন্তু মানুষের সিভিক সেন্স কোন পর্যায়ে থাকলে এইভাবে কথা বলে,আমার জানা নাই।মানুষের কাছ থেকে ভদ্রতা আশা করাও মনে হয় ভুল।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

৬১| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২০

তামিম ইবনে আমান বলেছেন: টিনটিন ভাই সাপোর্ট দিসে মানে বুঝেনই তো। আপনি পাস ;)

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:০৫

ৈহমনতী বলেছেন: হ, বুচ্ছি
খালি চোখ টিপি দেন কেন।প্রো পিক, ইমু সবখানে খালি চোখ টিপি।

৬২| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৫

মামুন হতভাগা বলেছেন: + +
টিনটিন এর সাথে সহমত জানাইলাম

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:০৬

ৈহমনতী বলেছেন: :)

৬৩| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: প্রথমেই ধন্যবাদ টিনটিন ভাইকে :)
কারন উনার কথায় আপনি পোস্ট দিয়েছেন আর আমরাও জানলাম যে আপনি কত ভালো ছবি তোলেন :)

বিশেষ করে ১ম ২ টা ছবি পুরাই অসাম ।তবে আরো বেশী ছবি হলে আরো খুশি হতাম :)

ভালো থাকবেন,পোস্টে ভালোলাগা ও শুভকামনা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:১৯

ৈহমনতী বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।
আর আপনি এই প্রথম বার আমার বাড়ি আসলেন। এই লন

৬৪| ২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৮:৪৯

নীরব নিলয় বলেছেন: আমিও বলছিনা ডি এস এল আর থাকলেই ফটোগ্রাফার হওয়া যায়। সমালোচনা শুনার যোগ্যতা যে রাখে না সে প্রশংসা শুনার অধিকারও রাখে না।

আর আমার ভাষা ব্যবহারের জন্য আমি দুক্ষিত।

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:১৬

ৈহমনতী বলেছেন: দেখেন ভাই।আমি আমার ছবিগুলোর উপরেই লিখে দিয়েছি যে,ভাল খারাপ যেটা মনে হবে বলে দিবেন।সমালোচনা শুনার সাহস টা আছে বলেই লেখাটা লিখেছি।
আমি খুব ভালো করেই জানি যে ছবিগুলো কারো ভালো লাগতে পারে,আবার নাও লাগতে পারে।
কিন্তু আপনি যেই ভাষা ব্যবহার করলেন সেটা কি ঠিক??
যাক,তবু আপনি দুঃখ প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ।ভাই রে,একটা কথা বলি কিছু মনে করবেন না।ভালো খারাপ লাগা টা সবার নিতান্তই ব্যক্তিগত বিষয়,কিন্তু সেটার প্রকাশ ভঙ্গীটাও বোধ হয় স্বাভাবিক হওয়া উচিৎ।
আপনার ভালো লাগে নাই।তবু সেটা এসে আমাকে জানিয়েছেন তার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন

৬৫| ২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৫৫

আধখানা চাঁদ বলেছেন: ছবি, ছবির ক্যপশন তথা সম্পূর্ণ পোস্টটি অসাধারণ। :D

এত কম ছবি কেন ? :(

পরের ছবিব্লগের অপেক্ষায় রইলাম। :)

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২৮

ৈহমনতী বলেছেন: অনেক ভালো লাগল এই ভেবে যে আপনারও ভালো লেগেছে। :)
আমার ছবি তুলার মালশামান নাই তো।ফ্রেন্ড এর ক্যামেরা ধার করে তুলছিলাম।
আমি নিশ্চয়ই চেষ্টা করব ভালো কিছু সামনে আনার।
টিনটিন ভাই না কইলে তো দেয়াই হইত না।:)
পিলাচের জন্য ধইন্না। :)

৬৬| ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০২

ইনকগনিটো বলেছেন: অন্তহীন অপেক্ষা টা সুন্দর।

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

ৈহমনতী বলেছেন: :)

৬৭| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫০

নসিমনের যাত্রী বলেছেন: ১৯ লম্বর পেলাস লন ++++++++

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৪

ৈহমনতী বলেছেন: :#) :#) B-))

৬৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৫

এসএসনাসরীন বলেছেন: সুন্দর ছবিগুলো

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৪

ৈহমনতী বলেছেন: ধন্যবাদ :)

৬৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৮

শের শায়রী বলেছেন: একটা শের শায়রী


খোদাসে হুস্নুনে একদিন এ সওয়াল কিয়া
জাহাঁমে তু মুজে কিউ না লাজওয়াল কিয়া
মিলা জবাব তসবীরখানা হ্যায় দুনিয়া
সবে দরাজে আদম কা ফসানা হ্যায় দুনিয়া
হুই হ্যায় রঙ তগায়ুরসে যব নমুদ উসকি
ওহি হাসিন হ্যায় জাঁহামে হ্যায়, হকিকৎ জিসকি।
কহি করিব থা এ গুফতুগ কমরনে শুনি
ফলগপে আম হুই আখতারে সহরনে শুনি
সহরনে তারোঁসে শুনাই তারোঁনে শবনমকো
ফলগকি বাৎ বাতাদি জমিকে মহরমকো
ভর আয়ে ফুলকে আঁসু পয়ামে শবনমকে,
কলিকা নান্নাসা দিল খুল হো গিয়া গমসে
--- কলীম

ঈশ্বরকে একদিন প্রশ্ন করল রূপ – হে ঈশ্বর, ধরাতে আমাকে তুমি অমর করোনি কেন? ঈশ্বর উত্তর দিলেন, - এ পৃথিবী হল প রিবত’নশিল চলচিত্রের প্রেক্ষাগৃহ, অন্তহীন রাত্রির চলমান কাহীনি হচ্ছে পৃথিবী। স্বল্পস্থায়ী জীবন ই হল রূপের আয়ু, এ সত্যই রুপকে এত আকষ’নীয় করেছে, করেছে মুল্যবান। অনিত্যতাই সত্য, আর সত্যই সুন্দর। অমরত্ব কাউকে আমি দেইনি। জন্ম মানেই মৃত্যু। আদির পর অন্ত। যৌবনের পর জরা। ঈশ্বর ও রূপের কথোপকথন শুনে ফেলল চাদঁ। সে কাছেই ছিল। চাঁদ এসে সারা আকাশকে শুনিয়ে দিল সে কথা। সারা আকাশে রটে গেল রূপ ও জীবনের স্বল্পয়ুর কঠিন সত্য। ঊষার প্রথম তারা সে খবরটা শিশিরের কানে কানে বলে ছিল। শিশির সে খবর নিয়ে এল পৃথিবীর বুকে। শিশিরের কাছে সে দুঃসংবাদ শুনে ফুলের চোখ জলে ভরে গেল। কাছেই ছিল কলি। এ খবর শুনতেই দুঃখে হৃদয় ফেটে তার লাল হয়ে গেল। মানে ফুল হয়ে ফুটে উঠল সেই বিদীণ’হৃদয় কলি।

---শোভন (অনুবাদ)
সুন্দর ছবি। আনন্দ

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৩

ৈহমনতী বলেছেন: এরকম চমৎকার একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। :)

৭০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৪

তামিম ইবনে আমান বলেছেন:
চোখ টিপিতে কি কস্ট পেয়েছেন ? :( ;)

৭১| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

ৈহমনতী বলেছেন: হাহাহা
এই কারনে কি আপ্নে চিন্তিত প্রো পিক ঝুলাইছেন!!!

৭২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮

পালা গান বলেছেন: দারুন... :) :)

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩

ৈহমনতী বলেছেন: :)

৭৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০১

মুহিব বলেছেন: ভাল হয়েছে। আরও তুলুন।

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৫

ৈহমনতী বলেছেন: আমি চেষ্টা করব।ভাল লেগেছে জেনে ভাল লাগল। :)

৭৪| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শায়েরী বলেছেন: গন্তব্য অজানা
বেস্ট ছবি

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

ৈহমনতী বলেছেন: : :#) :#)

৭৫| ২৩ শে জুন, ২০১৫ রাত ১১:২০

মায়াবী রূপকথা বলেছেন: আপনার ব্লগে কখনো কমেন্ট দেয়া হয়নি। তবে পুরোনো সময়ে দেখা আপনার নাম মনে আছে। একটা মন্তব্য রেখে যাচ্ছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.