![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালের ইতিহাস সম্পর্কিত একটা ব্যাপার আমাকে বেশ কিছু দিন ধরে খোঁচাচ্ছিল।
আমাদের দেশের স্কুলের ইতিহাসের বইতে ১৯৭১ সাল সম্পর্কে যা লিখা আছেঃ
"১৯৭১ সালের ২৫শে মার্চের রাত্রে পাকিস্তানী হানাদাররা এদেশের নিরীহ, নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ন'মাস নির্বিচারে হত্যা্যজ্ঞ, লুন্ঠন ও ধর্ষন চালায়। শহীদ হয় এদেশের ত্রিশ লাখ মানুষ আর দু' লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারায়। নিকৃষ্টতম নিদর্শন তারা দেখিয়ে যায় ১৪ ডিসেম্বরে। এদেশকে চিরতরে পঙ্গু করে দেয়ার উদ্দেশ্য তারা এদেশের
অসংখ্যক বুদ্ধিজীবিদের হত্যা করে। অবশেষে ১৬ ডিসেম্বরে নব্বই হাজার পাক হানাদার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পন করে এবং এদেশ শত্রুমুক্ত হয়।"
আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করে। খুব।
পাকিস্তানের স্কুলের ইতিহাসের বইতে ১৯৭১ সাল সম্পর্কে কি লিখা আছে ???
যা লিখা থাকতে পারেঃ
"১৯৭১ সালের ২৫শে মার্চের রাত্রে এদেশের সোনার ছেলেরা পূর্ব পাকিস্তানকে শত্রুমুক্ত করতে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ন'মাস তারা নিজেদের জীবনের ঝুঁকি সত্ত্বেও যুদ্ধ চালায়। শহীদ হয় পশ্চিম পাকিস্তানের হাজার হাজার সেনা। ১৪ই ডিসেম্বরে সেনারা পূর্ব পাকিস্তানের কিছু বুদ্ধিজীবিদের সাথে সমঝোতার মাধ্যমে যুদ্ধের অবসান করতে চেয়েছিল। কিন্তু সোনার সেনারা সেখানে ব্যর্থ হয়। অবশেষে নিরুপায় হয়ে ১৬ ডিসেম্বরে দেশের নব্বই হাজার সোনার ছেলেরা অতি দর্পে সসম্মানে দেশে ফেরত চলে আসে।"
বিঃদ্রঃ মালালার প্রতি আমার একটাই অনুরোধ - "আমরা বিলাই না বান্দর তা জানানোর দরকার নেই। তুমি পড়াশোনায় মন দাও, বেশি করে নিজেদের ইতিহাসের বই পড়। হাজার হোক সেখানে তোমাদের সাহসী সোনার সেনাদের কথা লিখা আছে। আমাদের মত বিলাইদের নিয়ে তোমার চিন্তা করতে হবে না।"
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
াহো বলেছেন: পাকিস্তানের স্কুল বই
বাংলাদেশ স্বাধীনতার জন্য কারণ --"প্রোপাগান্ডা, হিন্দু শিক্ষকদের ভূমিকা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র"
"শেখ মুজিবুর রেহমান, আওয়ামী লীগ পার্টি বাংলার নেতা, প্রচারিত যে অর্থনৈতিকভাবে বাঙালিদের বঞ্চিত ছিল. এ সময় তিনি ভারতের সাথে গোপন সম্পর্ক উন্নয়নশীল. ভারত রেডিও, তার প্রোগ্রামের মাধ্যমে সমস্ত , পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের হৃদয়ে ঘৃণা তৈরি.
পূর্ব পাকিস্তানে হিন্দু শিক্ষক বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধ্যাপনা ছিল. তারা যেমন সাহিত্য যা বাঙালিদের হৃদয় ও মন নেতিবাচক চিন্তা তৈরি উত্পাদিত. 10 মিলিয়ন হিন্দু ইস্ট পাকিস্তান বসবাস ছিল. ভারত তাদের স্বার্থ রক্ষা করা তাদের পেছনে দাঁড়িয়ে. অনেক হিন্দু ভারতের চর হিসাবে আচরণ করে. রাশিয়া পাকিস্তানের বিরুদ্ধে ছিল কারণ আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপন অনুমতি ছিল. "
Click This Link
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
হোমো স্যাপিয়েনস বলেছেন: কিন্তু ওই নয় মাস কি ঘটেছিল বা ঘটিয়েছিল তার সম্পর্কে কিছুই বলা নেই। কোন দিন বলতেও পারবে না।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
াহো বলেছেন:
মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজার (যিনি ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন) লেখা বই এ স্ট্রেঞ্জার ইন মাই ওউন কান্ট্রি
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকায় সিনিয়র বাঙালি কর্মকর্তাদের উদ্দেশে ১৯৭১ সালের ১০ মার্চ বক্তব্য দেন। নিয়াজি উত্তেজিত ছিলেন এবং উর্দুতে কথা বলা শুরু করেন। নিয়াজি বলেন, ‘ম্যায় ইস হারামজাদে ক্বওমকি নাসাল বাদাল দোঙ্গা। ইয়ে মুঝে কিয়া সামাঝতি হ্যায়?’( এই হারামজাদা জাতির আদল আমি বদলে দেব। তারা আমাকে কী মনে করে?) তিনি তাঁর অধীন সেনাদের নির্দেশ দিয়েছিলেন নারীদের ধর্ষণ করতে। পরদিন সকালে লজ্জায়-অপমানে মেজর মুশতাক নামের একজন বাঙালি অফিসার কমান্ড হেডকোয়ার্টার্সের বাথরুমে গিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। আমি আরও অনেক পাকিস্তানি লেখকের বইয়ের উদ্ধৃতি দিতে পারি, যাঁরা স্বীকার করেছেন, পাকিস্তানি সেনারা বাঙালি মুসলমানদের ওপর ব্যাপক হারে শুধু গণহত্যাই চালায়নি, বরং নিয়াজির নির্দেশমতো অসংখ্য নারীকে ধর্ষণ করেছে
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
াহো বলেছেন: আত্মসমর্পণের সাক্ষী - সিদ্দিক সালিক
পাবলিক রিলেশন অফিসার পাকিস্তান সেনাবাহিনী
Click This Link
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
সবুজ মহান বলেছেন: লাইক!