![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এক ভার্সিটি বাসে প্রায়ই একটা মজার কান্ড দেখতে পাই। ঐ বাসের ড্রাইভারকে 'মামা' বলে ডাকা যায় না। যতবার ডাকা হয় প্রতিবারই তিনি ক্ষেপে যান। ক্ষেপে গিয়ে বাসে টাঙ্গানো একটা নোটিশের দিকে আঙ্গুল তাক করে বলেন,"মামা ডাকেন কেন? নোটিশটা পড়তে পারেন না?"
নোটিশে লিখা
"অনুগ্রপূর্বক এই বাসের ড্রাইভারকে কেউ মামা বলে সম্বোধন না করে ভাইয়া বলে সম্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এটাই আমাদের কাম্য।
-অনুরোধক্রমে কর্তৃপক্ষ।"
প্রায় একই ধরনের ঘটনা শুনতে পেলাম এক ছোট ভাইয়ের কাছ থেকে। সে এক কোচিংয়ে ভর্তি কোচিং করছে। ওখানের কিছু শিক্ষক তাদের স্টুডেন্টদের উপর খুব ক্ষেপে গিয়েছে। কারনটা এবার 'মামা' নয়, 'স্যার'। শিক্ষকদের 'ভাইয়া' না ডেকে 'স্যার' ডাকায় তারা অপমানিতবোধ করেছে বোধহয়। তবে সেই কোচিংয়ের 'ভাইয়া'-রা আমাদের বাসের মত 'নোটিশ থেরাপি'কে কাজে লাগাতে পারেন। এতে সাপও মরবে, লাঠিও ভাঙ্গবে না।
তবে শুধু ড্রাইভার 'ভাইয়া' আর কোচিং শিক্ষক 'ভাইয়া'দের সচেতন হলে হবে না। রিকশাওয়ালা ভাইয়েরা 'খালি', তরকারীওয়ালা ভাইয়েরা 'তরকারী' আর মুরগিওয়ালা ভাইয়েরা 'এই মুরগি' এইজাতীয় সম্বোধন থেকে নিজেকে রক্ষা করতে আরো সচেতন হতে হবে। তবে ওই ক্ষেত্রে 'নোটিশ থেরাপি' খুব বেশি কার্যকর না হলে প্রয়োজনে 'শাউটিং থেরাপি' গ্রহন করতে হবে। ওই সময় "যামু না" বা "বেঁচুম না" জাতীয় তৎক্ষনাৎ প্রতিবাদ জানাবে।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
হোমো স্যাপিয়েনস বলেছেন: 'মামা' সম্বোধনের নতুন প্রতিশব্দ দেখি এখন সময়ের দাবি।
২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
নূর আদনান বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
হোমো স্যাপিয়েনস বলেছেন: ধন্যবাদ মামা। থুক্কু ভাইয়া।
৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
ইকরাম বাপ্পী বলেছেন: ওই ব্লগার আপনার এই পোস্টটা পড়ে ভালোই মজা পাইলাম
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪
হোমো স্যাপিয়েনস বলেছেন: )
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
স্পেলবাইন্ডার বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
হোমো স্যাপিয়েনস বলেছেন:
৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
আল ইফরান বলেছেন: আমাদের ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরিতেও এইরকম একটা নোটিশ ঝুলানো আছে এখনো
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
হোমো স্যাপিয়েনস বলেছেন: ভালো তো। সম্বোধন সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১২
মুনাজির বলেছেন: আমার দৃষ্টিতে কোচিংয়ের স্যারদের স্যার বলাই উচিত, কারণ ভাইয়া বললে ছাত্রীদের সাথে তাদের ফস্টি-নস্টি করার সুযোগ হয়। স্যার বললে সে সুযোগটা তেমন নেওয়া যায় না। নেগেটিভ চিন্তার জন্য কেউ কিছু না বললে সুখি হব। ধন্যবাদ সবাইকে।
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হোমো স্যাপিয়েনস বলেছেন: সমস্যাটা আসলে সম্বোধনে নয়। মানসিকতায়। যারা ফস্টি নস্টি করার তাদেরকে ভাইয়া বললেও যা স্যার বললেও তা। তারা সেটা করবেই।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
ভুং ভাং বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
হোমো স্যাপিয়েনস বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
আহলান বলেছেন: হুম , বাপের শালা হতে কে চায়?