| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোমো স্যাপিয়েনস
মিউজিয়ামে ঘুরতে আসা এক মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছে,
- পাপা। ওই কাঁচের বাক্সের ভিতর রাখা কাগজটা কি?
-- ওটা প্রায় চল্লিশ বছর আগের এক ঊচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন মা।
- কিন্তু পাপা এতো কিছু থাকতে পরীক্ষার প্রশ্ন মিউজিয়ামে কেন?
-- কারন এই প্রশ্ন যে পরীক্ষার দিনই পরীক্ষার্থীদের হাতে দেয়া হত।
মেয়েটি সবিস্ময়ে অবাক চোখে প্রশ্নটির দিকে তাকিয়ে রইল। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদও দিল। এখন তো পরীক্ষার তিন দিন আগে প্রশ্ন সব শিক্ষার্থীর হাতে না পৌঁছালে হুলস্থূল লেগে যায়, সরকারী ভাবে তদন্ত পর্যন্ত শুরু হয়ে যায় দেরী হবার পেছনে দায়ী কারা বের করার জন্য। আর দুদিন আগে প্রশ্ন না দিলে পরীক্ষাই বাতিল ঘোষনা করে দেয়া হয়। ভাগ্যিস চল্লিশ বছর আগের সে কলিযুগে জন্ম নেয়নি সে। এভাবে কেউ পরীক্ষা দেয়!
২|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩
sania বলেছেন: যদি থাকত টাকা
ভার্সিটিতে আমাকে যেত দেখা... :-(
৩|
১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০২
আমিই মিসিরআলি বলেছেন: 
১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০০
হোমো স্যাপিয়েনস বলেছেন: ধন্যবাদ মিসির আলি।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮
খালি ব্যান খাই বলেছেন:

মজা পেলাম বেশ.......
(কি আর করা ভাই বলুন.. দুঃখ করা ছাড়া আর কিছুই করার নেই)