![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্ত্রী বলেছেন ভর্তি পরীক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। আমরাও ত্রুটিপূর্ণ ভর্তি পরীক্ষা চাই না। ত্রুটিপূর্ণ ভর্তি পরীক্ষা বাতিল করে ত্রুটিমুক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা যা করতে পারেঃ
১। "সীমিত সিট, আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে ভর্তি ব্যবস্থা ভর্তি করা যেতে পারে।
২। সবগুলো পরীক্ষার্থীকে সোহরাওয়ার্দির ময়দানে ডেকে অবু দশ কুঁড়ি আনা বুড়ি পদ্ধতি অবলম্বন করে ভর্তি করা যেতে পারে।
৩। 'তোমাকেই খুঁজছে ভার্সিটি' জাতীয় রিয়েলিটি শো করা যেতে পারে।
৪। ভর্তি পরীক্ষাতেও সৃজনশীল প্রশ্ন চালু করা যেতে পারে।
৫। ফেসবুকে 'এসো ভর্তি হই' গ্রুপ খুলে সে গ্রুপে যারা যত বেশী "এডমিশন মি, আই এম মেদাবী" জাতীয় কমেন্ট করতে পারবে তাদেরকে নেয়া যেতে পারে।
৬। লটারির মাধ্যমেও শিক্ষার্থী নির্বাচিত করা যেতে পারে।
৭। HSC ও SSC পরীক্ষার মত ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নও পরীক্ষার নূন্যতম তিন দিন আগে পরীক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দিয়েও ভর্তি পরীক্ষার ত্রুটি দূর করা যেতে পারে।
৮। দেশ (!) ও দশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ডোনেশন কোটায় ভর্তি চালু করা যেতে পারে।
আপনাদের আরো কোন আইডিয়া থাকলে ফাঁস করুন। নো টেনশন। ফাঁসের ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থা আবার যথেষ্ট মুক্তমনা !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
হোমো স্যাপিয়েনস বলেছেন: কি কইলেন এটা, অ্যা ??? আমি তো দেখতেছি খালি আলু আর আলু।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১০
বেকার যুবক বলেছেন: HSC ও SSC পরীক্ষার মত ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নও পরীক্ষার নূন্যতম তিন দিন আগে পরীক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দিয়েও ভর্তি পরীক্ষার ত্রুটি দূর করা যেতে পারে।
সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫
তন্ময় দেবনাথ 007 বলেছেন: ভবিষ্যৎ অন্ধকার