নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মঃ- ৩১ ডিসেম্বরঃ মৃত্যুঃ- ২০....

ভাস্কর চৌধুরী

ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে নিলাম সাংবাদিকতা। মানুষ আর প্রকৃতির মাঝে খুঁজে বেড়িয়েছি নানা উপকরণ। তত্ব আর তথ্যের যেখানে সমন্বয় আমি সেখানেই খুঁজেছি সংবাদ- আমার পরিতৃপ্তি।

ভাস্কর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি ছবির নামে ব্লু ফিল্ম

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫

ইংরেজি ছবির নামে ব্লু ফিল্ম। চলছে এক টিকেটে দুই শো! ফলে বিপদগামী হচ্ছে যুবসমাজ। যা দেখার কেউ নেই! ইংরেজী ছায়াছবির নামে প্রেক্ষাগৃহে অবাধে চলছে নীল ছবির রমরমা প্রদর্শনী। এক টিকিটে দুই ছবির প্রচারণা আবডালে একটি হংকং অথবা হলিউডের রদ্দিমার্কা মারম্নকুটে মুভি এবং অপরটি অনিবার্য ইংলিশ ‘নীল ছবি’ দেখানো হচ্ছে। খোদ ঢাকার ৩টি সিনেমা হলে হরদম চলছে এই বল্লুফিল্ম।



এসব ছায়াছবির প্রদর্শনীতে আক্রান্তô হচ্ছে কিশোর ও যুব সমাজ। উন্নতমানের বিশ্বখ্যাত সুস্থ ধারার ইংরেজী ছায়াছবি প্রদর্শনের জন্য কোন প্রেক্ষাগৃহ বছরের ২০-৬০ ভাগ সময়ের অনুমতি পেয়ে থাকে স্থানীয় প্রশাসন থেকে। এই সুযোগে কিছু প্রেক্ষাগৃহের অসৎ কর্ণধারগণ ‘দুই নম্বরী’ ব্যবসা করছে। কোন বাংলা ছায়াছবিতে নায়িকার অর্ধ উন্মুক্ত বক্ষ প্রদর্শনীর অভিযোগ পাওয়া মাত্র তা হলসমেত নিষিদ্ধ ঘোষণা করা হলেও ইংরেজী সফট পর্ণগ্রাফী মুভি রীতিমত ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে জানা যায়, সেন্সর বোর্ড এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে ইংরেজী নগ্ন ছবি চলছে।



এ ছবিগুলো আনা হয় মূলতঃ ভারত থেকে চোরাইপথে। আগে আনা হতো সরাসরি হংকং ও হলিউডের এজেন্টদের থেকে। খরচ বেশী পড়ে বিধায় এখন ভারত থেকে আনা হয়। ভারতের প্রাপ্ত বয়স্কদের জন্য নির্ধারিত প্রেক্ষাগৃহে যে নীল ছবিগুলো প্রদর্শিত হয়, তা একটি সংঘবদ্ধ চক্র বেনাপোল, হিলি এবং ভোমরা বর্ডার দিয়ে চোরাই রাস্তায় এ দেশে নিয়ে আসে। অতঃপর তা পেঁৗছে যায় গুলিস্তান ও বিজয়নগরের কয়েকজন ইংরেজী ছবি ব্যবসায়ীর হাতে। বৈধভাবে আমদানীকৃত ছবির প্রিন্টের সঙ্গে পেঁচিয়েও আনা হয় বল্লুফিল্ম। চেন্নাই, কেরালা এবং পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক ছবির ব্যবসায়ীদের নিকট থেকে কেনা বহু প্রদর্শিত একটি প্রিন্টের দাম পড়ে ৫০-৮০ হাজার টাকা। ঘাটে ঘাটে পয়সা দিয়ে এক ঘন্টার একটি নীল ছবির প্রিন্ট ঢাকায় ব্যবসায়ীর হাতে আসা পর্যন্তô খরচ হয় ১ লাখ থেকে দেড় লাখ টাকা।



এই ছবি থেকে ‘অবসিন’ দৃশ্যগুলো কেটে রাখা হয় আগেই। সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার পর আবার ঐ কেটে ফেলা খোলামেলা দৃশ্যগুলো জোড়া লাগিয়ে নেয় আমদানিকারকরা। মজার ব্যাপার হলো-একটি ছবির জন্য সেন্সর সনদপত্র নিয়ে তা অন্তôতঃ ১০-১৫টি ছবিতে লাগিয়ে হলে প্রদর্শন করা হয়। ফলে বল্লুফিল্ম শো দেখলেও দর্শকের হঠাৎ মনে হতে পারে সেটা সেন্সরে পাশকৃত। সংশিস্নষ্ট একটি সূত্র জানায়, বৈধপথে আনা ইংরেজী ভাষার ছবির রিলের সঙ্গে বল্লু ফিল্মের রিল পেচিয়ে এনে সেন্সর বোর্ডের ইন্সপেক্টর ও কাস্টমসকে ‘ম্যানেজ’ করে ছাড়িয়ে আনে কেউ কেউ।

এতে ধরা পড়ার ভয় থাকে কম।



এই নীল ছবির ব্যবসায়ীদের কেউ কেউ বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও দ্রুত ছাড়া পেয়ে যায়। পোস্টার ফটোসেট এনে মূলছবি না দেখেই বাংলা ছবি নিষিদ্ধ ঘোষণার ‘মচ্ছব’ চলছে অথচ ‘এক টিকিটে দুই ছবি’র নামে বল্লুফিল্মের উৎসব চললেও তাদেরকে যেন উস্কে দিচ্ছে সেন্সর বোর্ড।

মন্তব্য ৯ টি রেটিং +৫/-৪

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০২

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ভাস্কর দা,
এসব বন্ধ করার কি কোন কার্যকর পথ নেই?
এসব ছবির কারণে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের কবলে পড়েছে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০২

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ৫

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৩

মনিটর বলেছেন: "বল্লু" ফিল্ম কি?
ভাস্কর জনাব কিছু বলবেন?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬

নাজিম উদদীন বলেছেন: সেন্সর বোর্ড তুলে দিন। পাবলিক এক টিকিটে দুই ছবি দেখতে চাইলে দেখবে।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬

বন্ধ্ু বলেছেন: সবার কাছে আমার কিছু প্রশ্ন?
০১:
"পাবলিক এক টিকিটে দুই ছবি দেখতে চাইলে দেখবে।" এর মানে কি?
০২:
বল্লু ফিল্ম কি?
০৩:
এসব দেখলে কি হ্য়?

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩

নাজিরুল হক বলেছেন: এসব কাজ চালিয়ে যাচ্ছে পুলিশের সহায়তায়। এ বিষয়ে পুলিষের উপরের কোন জায়গায় Complain করা প্রয়োজন। আমাদের দেশে এসব চলচ্ছিত্র হল দেখানো আইনত দন্ডনীয়।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭

মোসতাকিম রাহী বলেছেন: এটা নতুন কোনো সমস্যা নয়। কতৃপক্ষের ঘুম ভাঙানোর জন্যে আগেও চেষ্টা করা হয়েছে,কোনো ফললাভ হয় নি। কতৃপক্ষের ঘুম ভাঙুক এই প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২৭

কেনবলি বলেছেন: ইসলামিক শাসন নিশ্চিত করা গেলে আর এ ধরনের কাজ হতোনা

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯

বন্ধ্ু বলেছেন: নাজিম ভাই, আমি আপনার সাথে একমত....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.