নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য প্রতি মুহূর্তে!

হন্টক হিমু

হিমুদের কেউ কখনও ধরতে পারেনা। এরা আসে আবার চলে যায়...!!!

হন্টক হিমু › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যার বিচার হবে না!!!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৩


তনুরে নিয়ে ফেসবুকের এত লাফালাফি কই গেলো?
সব বাল মার্কা ইভেন্টের যন্ত্রনায় মুছে গেছে। এমনি হবার ছিলো, হয়ে
আসছে। বিলিভ ইট অর নট, তনু হত্যার বিচার হবেনা। সত্যিই তনু হত্যার বিচার এই
দেশে হবেনা।
.
কী করে হবে! কারা করবে? সাক্ষী কই? প্রমান কই? আছে কিছু? নেই তো
না?
.
তাহলে কী হবে?
.
আর দুদিন পর সব আন্দোলন শেষ হয়ে যাবে। সব স্বাভাবিক গতিতে চলা শুরু
করবে। ফেসবুক জাতি নতুন কোন ইস্যু নিয়ে লাফালাফি শুরু করবে।
.
এ জাতি ইস্যু পাগল। এরা ছেলেদের হস্তমৈথুন, মেয়েদের মাসিক থেকে শুরু
করে কনডম ছিড়ে ফেলার ইস্যু পর্যন্ত খুঁজে বের করে।
.
এ জাতি জুনায়েদকে পুঁজি করে নুরুল্লার মত ছেলেদের ও ধর্ষণ করে। এরা
মেয়েদের অশ্লীল কাপড়ের অজুহাত দেখিয়ে ধর্ষন কে বৈধ করে। আবার
গরুকেও ধর্ষণ করে।
.
তনু মারা যাবার আগে হাজারো ছেলেদের চোখে গরম একখান মাল হিসেবেই
পরিচিত ছিলো। আর আজ মারা যাবার পরে বোন হয়েছে। তনুকে বোন বলে যারা
লাফালাফি করে তারাই এখনও অন্য কোন তনু কে মল বলে নাচানাচি করে।
.
আর এদেশের সরকার ব্যবস্থা মানে তো সবখানে ব্যর্থ। এদের কাছে কিছু
আশা করাটাই অন্যায়। কাকে কী বলবো? সবাই চোদনা। এদের মধ্যে পরে
আমিও তাই হয়ে রইলাম।
_____হন্টক হিমু (০২)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

বিজন রয় বলেছেন: বিচার হওয়ার সম্ভাবনা নেই।

ব্লগে স্বাগতম।

শুভকামনা। শুভব্লগিং।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

হন্টক হিমু বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.