নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য প্রতি মুহূর্তে!

হন্টক হিমু

হিমুদের কেউ কখনও ধরতে পারেনা। এরা আসে আবার চলে যায়...!!!

হন্টক হিমু › বিস্তারিত পোস্টঃ

আমার রুপা

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০১

রুপা মেয়েটাকে আমি আমার মত করে 'লাড্ডু' বলে ডাকি। রাগ করা তো
দূরে থাক উল্টো নিজেই সবাইকে বলে বেড়ায়, হিমু আমাকে লাড্ডু নাম
দিয়েছে।
.
ভালোবাসা কী তা আমি এই মেয়েটার থেকেই শিখেছি। এত কষ্ট দেবার
পরেও মেয়েটা বড্ড ভালোবাসে আমায়। সেই ভালোবাসায় কোনো
স্বার্থ নেই, স্বার্থত্যাগ আছে। আমার জন্য বলতে গেলে জীবনের সব
আনন্দই ত্যাগ করে দিয়েছে। গত এক মাস ধরে বাসা থেকে বের হতে
পারছেনা। এমনকি বাসার ছাদেও যেতে পারছেনা।
.
আর এই আমি ৬ মাস ধরে মেয়েটার সামনে যাচ্ছিনা। কতবার যে বলেছে,
'হিমু আমি একটাবার তোমার স্পর্শ চাই!' তার হিসেব নেই। আমাকে একটু
ছুঁয়ে দেখার জন্য পাগল হয়ে আছে মেয়েটা। এইতো গতকাল বলল, 'হিমু
তুমি যদি একটু বাসার সামনে আসতে তাহলে আমি যেকোনো উপায়ে
বাসা থেকে বের হতাম।'
.
ইচ্ছে থাকলেও যাওয়া হচ্ছেনা রুপার কাছে। বড্ড ভয় হয়। রুপা ইদানীং খুব সাহসী হয়ে উঠেছে। হুট করে খামচে ধরে যদি বলে, 'আর আমাকে রেখে যেতে পারবেনা!"

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১০

স্বপ্ন সতীর্থ বলেছেন: দেখা হোক , কথা হোক.. ভয়হীন....

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৪

হন্টক হিমু বলেছেন: উপায় নেই ভাই। সব কিছু চাইলেই পাওয়া যায়না।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



কাপুরুষ আপনি

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৬

হন্টক হিমু বলেছেন: হবে হয়ত। ধন্যবাদ।

৫| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:১০

রুদ্র জাহেদ বলেছেন: তাই হোক।কথা হোক দেখা হোক,ভালবাসার জয় হোক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.