![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস থেকে বাসায় ফিরতেই আকসানার আম্মু বলল,
-মনে আছে হিমু? আজকের এই রাতেই আমি বাড়ি থেকে তোমার সাথে
পালিয়ে এসেছিলাম! চলনা আজকের রাতটা একটু অন্যরকম ভাবে
সেলিব্রেট করি?
-ওহে পাগলি আমার! বল, কীভাবে করবে?
-চল, আজকে সারারাত দুজন গল্প করি। পুরানো দিনের সেই প্রেমের গল্প।
যে গল্পের নায়ক নায়িকা ছিলাম আমরা দুজন।
একমাত্র মেয়েটা ঘুমাচ্ছে। মেয়েটাকে রেখে আমরা দুজন চলে যাচ্ছি
ছাদে। আড্ডা হবে, গান হবে, গল্প হবে!
হঠাৎ করে অনুভব করব, পরম তৃপ্তি নিয়ে একে অপরের সাথে লেপ্টে
যাচ্ছে দুটো ঠোট!!!
না! ঠোটের সেই স্পর্শটা নতুন হবেনা। এ স্পর্শ গত ৭ বছর ধরেই পাচ্ছি। তবুও হয়ত আজ বেশ অন্যরকম লাগবে! এ স্পর্শ যে ভালবাসার!!!!
২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৬
কালনী নদী বলেছেন: এ স্পর্শ যে ভালবাসার!!!! ভালোবাসাময় হোক আপনাদের অনাগত প্রত্যেকটি রাত ও দিন এই কামনা রইল ভাই!
৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮
হন্টক হিমু বলেছেন: ধন্যবাদ রিপি।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮
হন্টক হিমু বলেছেন: দোয়ার দরখাস্ত রইল কালনী নদী।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫১
রিপি বলেছেন:
হিমুর সারাজীবন ভালোবাসায় পূর্ন থাকুক।