নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য প্রতি মুহূর্তে!

হন্টক হিমু

হিমুদের কেউ কখনও ধরতে পারেনা। এরা আসে আবার চলে যায়...!!!

হন্টক হিমু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি ছোট্ট মা\'কে!!!

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

ঘুম থেকে উঠে যখন মেয়েটার কপালে হাত দিলাম, মেয়েটা তখন দুটো পুচকি
হাত দিয়ে শক্ত করে আমার হাতখানা জরিয়ে ধরে বলল,


হিমু, আজকে কাজে না গেলে হয়না? তোমার বউটা কালকে তোমার জন্য খুব
কান্নাকাটি করেছে।


আমি অবাক হয়ে জানতে চাইলাম,


-আমার বউটা যে আমার জন্য কান্নাকাটি করছে এটা তুমি কী করে বুঝলে, মা?


আমার ৫ বছরের মেয়েটা ঠিক কোন এক ৫০ বছর বয়সী মায়ের মত করে বলল,


-তোমার বউ আমার থেকে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করেছে। আমি তাতেই
বুঝতে পেরেছি যে এ কান্না হিমুর জন্য!


মেয়েটা বড় হয়ে যাচ্ছে, অনেক বড়! ঠিক যতটা বড় হলে একটা মেয়ের মনের কথা বুঝতে পারা যায়।


ভালবাসি আমার এই ছোট্ট মা' আর তার বউ মাকে। ভালবাসায় ভরে থাক আমাদের তিন
জনের সংসার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.