![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেটে প্রচণ্ড ক্ষুধা লাগায় দুপুরের দিকে এক বৃদ্ধের দোকানে গিয়ে চা আর রুটি খেয়েছিলাম।
টাকা দিয়ে হাঁটা শুরু করতেই লোকটা পিছন থেকে ডাক দিয়ে বলল, "মেয়াসাব, টাহা তো চিরা। পালডায় দেন।" আমি টাকাটা হাতে নিয়ে ফেলে দিলাম। এমন ছিঁড়া একটা টাকা লোকটাকে দিয়েছি বলে লজ্জা লাগছিল। বৃদ্ধ আমার দিকে যখন অবাক হয়ে তাকিয়ে ছিল তখন আমি লোকটাকে একেবারে কচকচে একটা নোট দিলাম। লোকটা খুব যত্ন করে টাকাটা দেখে বাকি টাকা আমার দিকে বাড়িয়ে দিল। আমি লজ্জায় মাথা নিচু করেই টাকাটা পকেটে নিয়ে বাসে উঠলাম।
বাসে থাকাকালীন পুরোটা সময় অদ্ভুতভাবে কেটে গেছে বৃষ্টিভেজা প্রকৃতি দেখতে দেখতে। প্রকৃতির প্রেমে এতটাই বিভোর হয়েছিলাম যে, ফোনে আসা ১১ টা কলের কোন শব্দ শুনিনি। বাসায় ফিরে বিশ্রাম নিতে গিয়ে যখন টাকা গুছিয়ে রাখছিলাম তখন দেখি বৃদ্ধের দেয়া টাকাটা একেবারে অচল (!)
না, আমি আজও ঠকেছি। আসলেই আমাকে দিয়ে কিচ্ছু হবেনা। :-(
©somewhere in net ltd.