নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য প্রতি মুহূর্তে!

হন্টক হিমু

হিমুদের কেউ কখনও ধরতে পারেনা। এরা আসে আবার চলে যায়...!!!

হন্টক হিমু › বিস্তারিত পোস্টঃ

আমি শুধুই অবাক হই!

২০ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৪

পাশের ব্যাচেলর ফ্লাটে হ্যান্ডসাম এক ছেলের হাত ধরে বোরকা পরিধান করা এক মেয়ে ঢুকল (!)
না, ভয়ের কিছু নেই। মেয়েটা এখানে ধর্ষিত হবেনা। ধর্ষিত কেবল তখনই হয় যখন ছেলেটাকে মেয়েটার পছন্দ হয়না কিংবা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে ছেলেটা তার সাথে সঙ্গম করে।
আজ এখানে প্রেম হবে। সর্বনাশা প্রেম।

অতঃপর মেয়েটা নোংরা শরীরে আবার বোরকা জড়িয়ে চলে যাবে। ছেলেটা বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে লাফিয়ে উঠবে এক নোংরা আনন্দে। রাতে সবাই মিলে গোল হয়ে বসে হিডেন ক্যামেরায় ধারন করা ভিডিওটা দেখবে আর হাসবে। ওদিকে মাস কয়েক পর মেয়েটা বুঝতে পারবে ওর পেটের মধ্যে নতুন এক জীবনের আনাগোনা শুরু হয়েছে। মেয়েটা পাগল হয়ে যাবে সেই জীবনটাকে থামিয়ে দিতে। :-(
মৃত্যু হবে এক পবিত্র আত্মার (!)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

ইক্বরা বলেছেন: কঠিন বাস্তবতা

২| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

হন্টক হিমু বলেছেন: হুম

৩| ২০ শে মে, ২০১৬ রাত ৯:৩৮

মশার কয়েল বলেছেন: চলছে,চলবে ৷কিছুই করার নাই ৷চোর পালালে বুদ্ধি বাড়ে,ঠিক এরাও বিপদে পড়লে বুঝতে পারে ৷কিন্তু তখন হায় আফসোস বলা ছাড়া আর কিছুই করার থাকে না ৷

৪| ২১ শে মে, ২০১৬ রাত ১২:২৯

হন্টক হিমু বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:১৯

ইকরাম উল হক বলেছেন: সে মুহূর্তটাতে আপনার কি করার ছিল ?? শুধুই কি অবাক হওয়া !! আর কিছুনা??

৬| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:১৩

খায়রুল আহসান বলেছেন: সমাজের হালফিল চিত্র।

৭| ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮

জিয়া শামস সাকিব বলেছেন: X((

৮| ২১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝলাম ।

৯| ২১ শে মে, ২০১৬ রাত ১১:০৫

সিলা বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.