নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য প্রতি মুহূর্তে!

হন্টক হিমু

হিমুদের কেউ কখনও ধরতে পারেনা। এরা আসে আবার চলে যায়...!!!

হন্টক হিমু › বিস্তারিত পোস্টঃ

"কেমন আছি?"

২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১৭

সকাল যখন ১১.২৩ মিনিটে হয় তখন বুঝতে হবে ছেলেটা সারারাত কষ্ট পেয়েছে (!)
অসম্ভব রকম কষ্ট। যেই কষ্ট ছেলেটা কাউকে জানায়নি। জানে শুধু বদ্ধ রুমের চার দেয়াল। ছেলেটা এই রুমের মধ্যেই নিজস্ব একটা পৃথিবীর সৃষ্টি করেছে। এই পৃথিবীটা খুব ছোট্ট হলেও ছেলেটার কাছে অনেক বড়। এখানেই ছেলেটা কান্নাকাটি করে। নিজেকে দুঃখী ভাবতে পছন্দ করে। অদ্ভুত সব কাজ করে বসে এখানেই।

এইত গতরাতে ছেলেটা নিজের সাথে কথা বললো ; অদ্ভুত সব কথা। নিজেকে জিজ্ঞেস করেছিল,
"কেমন আছি?"
দুঃখজনক, ছেলেটা এই সামান্য প্রশ্নের উত্তরটা দিতে পারেনি। সারারাত ছটফট করেছে এই উত্তরটার জন্য। কিছুতেই কিছু হয়নি। একবার ভেবেছে ভালো নেই, আরেকবার ভেবেছে বাল আছি বলা ভুল হবে।
না! ছেলেটা একদম ভালো নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: কৈশোরে ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। এই পরিবর্তনে বাবা-মা, অভিভাবক ও পরিবারের সদস্যরা কাকে সহায়তা করতে হয়। তার যৌন আচরণ, প্রজনন অঙ্গের পরিবর্তন, শরীর বৃদ্ধি, কন্ঠস্বর পরিবর্তন, দাড়ি উঠা এসব কিছুর সাথে সে সমন্বয় করে পরিবার ও সমাজে মিশতে সমস্যা হয়। এসময় ছেলে-মেয়েরা নিজেকে বড় ভাবতে শুরু করে। তাকে সহায়তা করুন।

২| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৫

Safin বলেছেন: আমার সকাল হয়েছে ১২টায়! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.