নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

দ্য প্রিন্সিপ্যাল (The Principle)-একটি অসাধারণ ইরানি সিনেমা

০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৪৩





ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত দ্য প্রিন্সিপ্যাল অসাধারণ একটি সিনেমা।

গল্পের নায়িকা তার ভালবাসার মানুষটিকে অনেক বেশি রকমের ভালেবাসা সত্ত্বেও নিজের নীতিতে অটল থাকার কারণে তাদের পরিণতিটা মিলনের দিকে যায় নি ।



ছবিটি তুলেছিলাম সিনেমাটি দেখার সময়।

একই নামের সিনেমা পেলেও কোথায়ও এই সিনেমাটি খুঁজে পাইনি !



=====

এটা আসলে কোন ব্লগ পোস্ট হিসাবে যায় না। কিন্তু কিন্তু কখনো কেউ যদি এই পোস্ট দেখ যার খোঁজে থাকল্ওে থাকতে পারে এই সিনেমাটি তবে সে হয়তো আমাকে কোন রকম সহযোগিতা করতে পারবেন। সেই আশায় এটা শেয়ার করা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক খুঁজেও পেলাম না, দুঃখিত ||

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

আশা জাগানিয়া বলেছেন:

আমিও অনেক খুঁজেছি ! :(

২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: দ্য প্রিন্সিপ্যাল তো একটা ইংলিশ মুভি আছে । ইরানি মুভিগুলা আসলে দারুণ হয়! আমি খুব আগ্রহ দিয়ে ইরানি মুভি দেখি

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

আশা জাগানিয়া বলেছেন:

আমার জীবনে অনুপ্রেরণাদায়ী বিশেষ একটা সিনেমা । তাই বারবারই দেখতে ইচ্ছে করে। কিন্তু কোথায়্ও খুঁজে পাই না ! :(

আর হ্যাঁ, ইংরেজি সিনেমা পেলেও ইরানি পাই নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.