নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

একজন ঋতুপর্ণ ঘোষ ও তার সৃষ্টি

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

খেলা



রেনকোট



উনিশে এপ্রিল

এখানে ১৩টি ভাগে দেখানো হয়েছে।



অন্তরমহল



নৌকাডুবি ,



"চিত্রাঙ্গদা"

পুরো সিনেমাটি খুঁজে পাইনি।

দহন



আবহমান



মেমরিজ ইন মার্চ



হিরের আংটি



বাড়িওয়ালি



তিতলি



দোসর



অসুখ





►উৎসব

►শুভ মহরত

►চোখের বালি

►কথা দেইথিল্লি মা কু

►অন্তরমহল

►দ্য লাস্ট লিয়ার

►সব চরিত্র কাল্পনিক

►আরেকটি প্রেমের গল্প

►দ্য ক্রাউনিং উইশ

►সানগ্লাস

►জীবনস্মৃতি

►সত্যান্বেষী

একজন ঋতুপর্ণঘোষ ও তার সিনেমা

আইএমডিবিতে একজন ঋতুপর্ণ ঘোষ

■ ফাহিম মিউজিকে ঋতুপর্ণের সব সিনেমা নিয়ে ৫টা ডিভিডিতে বক্স সেট কালেকশন আনছে........৪০০টাকা........



----------------

বিশেষ কৃতজ্ঞতায়:

রাহাত খান

Ratul Khan

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত

Linkon Husain

Arif Arafat Rusho

Nafeez Moontasir Robin

মন্তব্য ২৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কাজের পোস্ট।
সিনেমাপ্রেমীদের জন্য অতি আবশ্যক পোস্ট।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

আশা জাগানিয়া বলেছেন:

অনেক ধন্যবাদ দূর্জয়।
আমি নিজেই আজ থেকে একটা একটা করে দেখা শুরু করবো।
অন্য যারা আগ্রহী তাদেরও কষ্টটা কমে যাবে আশা করি।

২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

আমি সাজিদ বলেছেন: বিভাগের নামটা অনেক সুন্দর আপু,

সালাম সিনেমা :)

পোস্ট অনেক ভালো লেগেছে।কিন্তু নেট কানেকশন অনেক দুর্বল।

ভিডিওগুলো সময় করে দেখে নিবো :)

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

আশা জাগানিয়া বলেছেন:


আচ্ছা ঠিকাছে।
ভালো থাকুন সাজিদ।
ওয়াচে আছি তাই আপনার ব্লগে যেতে পাচ্ছি না আপাতত।
দেখা হবে ....

৩| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

dream111rocks বলেছেন: দেখছিঃ খেলা, ১৯শে এপ্রিল, অন্তরমহল, নৌকাডূবি, আবহমান, বাড়িওয়ালি, তিতলি,অসুখ, উৎসব, চোখের বালি, সব চরিত্র কাল্পনিক।

উৎসব টা যখন দেখছিলাম একেবারে ডুবে গিয়েছিলাম সিনেমার মাঝে, মনে হচ্ছিল সিনেমা দেখছি না আমি ঐ পরিবেশেই আছি, এ রকম জীবন্ত চলমান কাহিনী কমই দেখছি সেলুলয়েডের ফিতায়।

বাড়িওয়ালিতে কিরণখের (নাকি খেড়-ভুলে গেছি) এর অভিনয় দেখে আমার মনেই হয় নি এটা অভিনয়, মনে হচ্ছিল এটা ক্যামেরা লুকিয়ে রেখে ছবিগুলো ধারণ করা।

১৯ শে এপ্রিল, তিতলি আর অসুখ ভালো লাগছে, তবে তিনটায় একই রকম বলে মনে হয়েছে। প্লট আলাদা তবে বেসিক জিনিস একই । মেয়ের সাথে মা-বাবার একটা মনস্ত্বাত্তিক দ্বন্দটা ভালো করেই ফুটে ঊঠেছে সিনেমা তিনটিতে। তিতিলি সিনেমার শুরুর গানটা অসাধারণ

খেলাতে ছোট্ট বাবুটাকে অনেক ভাল্লাগছে।

সব চরিত্র কাল্পনিক দেখে পুরো সিনেমাকে আমার কাছে কবিতা মনে হয়েছে। অসাধারণ একটা ছন্দে এগোনো সিনেমাটা। মুগ্ধ হয়ে দেখতে হয়।

চোখের বালি নিয়ে আর কি কমু। ঐশ্বর্য্য এর কথা বিশেষ মনে আছে, চোখের বালিতে
ঐশ্বর্য্যকে যেভাবে দেখেছি আমার মনে হয় না অন্য কোথাও কেউ ঐশ্বর্য্যকে এভাবে দেখেছে। একটা ইউনিক প্রেজেন্টেশান আর অভিনয় ছিল ওখানে।

চিত্রাঙ্গদাটা দেখা হয়ে ওঠেনি, বেশ আলোচনা দেখেছিলাম ওটাকে নিয়ে তাই কাছে থাকলেও দেখি নি, কারণ ঐ দেখাতে সাম্প্রতিক আলোচনাগুলো মাথায় থাকায় সিনেমাটা কতটা উপভোগ করতে পারব এ নিয়েই দ্বিধা দ্বন্দ্বে ছিলাম , তাই দেখি নি। পরে এক সময় দেখব।

দহন টা দেখব ঠিক করছি।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২২

আশা জাগানিয়া বলেছেন:

অনেকগুলো দেখেছেন। আর একটু করে বলে দেয়াতে আমারও বেশ সুবিধে হলো ।
মনে হচ্ছে আপনি বেশ রিভিউ লিখতে পারবেন। লিখে ফেলুন না প্লিজ।

অপেক্ষায় রইলাম।
শুভকামনা রইল।।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিয় তে নিয়ে নিলাম।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

আশা জাগানিয়া বলেছেন:

অনেক ধন্যবাদ দূর্জয়।।

৫| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

পাহাড়ী নদী বলেছেন: + প্রিয়তে!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

আশা জাগানিয়া বলেছেন:

ওহ....তাইতো বলি কেমন যেন চেনা চেনা...
এখন মনে পড়েছে ।

অনেক ধন্যবাদ রইল।।

৬| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১

হাসান মাহবুব বলেছেন: পনি আফা নাকি! :-B

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

আশা জাগানিয়া বলেছেন:

হাহাহাহা....
আশা জাগানিয়া ;)

তবে আপনার সাজেস্ট করা "দহন"-এর প্রতিক্রিয়া হলো এই পোস্ট।
বিশেষ কৃতজ্ঞতা রইল হাসান।।

৭| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আরিফ আরাফাত রুশো বলেছেন: কাল রাতে "দহন" দেখলাম। কেমন জানি লাগে!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

আশা জাগানিয়া বলেছেন:

অস্থির তাই না ?!

৮| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আরজু পনি বলেছেন:

@হাসান, এই পোস্টের পুরো কৃতিত্বের পেছনে মূল ভুমিকা আসলে আপনিই পালন করেছেন আমাকে "দহন" দেখা সাজেস্ট করে।
সিনেমাটা এতো বেশিই ভালো লেগেছে যে মানুষটির সৃষ্টিকর্মের কোনটিকেই আর বাদ দেবার কথা ভাবতে পাচ্ছি না ।

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আপনার কাছে আরো বেশি আশা করেছিলাম । আমি ভেবে ছিলাম মুভি গুলার রিভিউ সহ পাবো ;) জানি এতো গুলা মুভির রিভিউ দেওয়া সম্ভব নয় , তার পরেও আপনার কাছে অসম্ভব বলে কিছুই নাই ;) ;) তাই আর কি । তবে প্রিয়তে নিলাম , কারণ সব গুলা মুভি আমার দেখা হয়নি । +++++্

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

আশা জাগানিয়া বলেছেন:

মনোবাঞ্ছা পূরণ করা হইয়াছে বৎস ;)

১০| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

১১স্টার বলেছেন: রাখলাম শোকেসে করে পরে সময় করে দেখবো।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

আশা জাগানিয়া বলেছেন:

ধন্যবাদ রইল।।

১১| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

ইখতামিন বলেছেন:
অনেকগুলোই দেখা হয়নি
দেখতে হবে
এগুলো থেকে নৌকাডুবি সবার আগে দেখেছিলাম
(রবি ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের আদলে তৈরী)
শেয়ার করায় অনেক ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

আশা জাগানিয়া বলেছেন:

নৌকাডুবিটা দেখতে নিয়েছিলাম, ইউটিউবে ভালো কপি পাচ্ছি না।

তবে পরে ডিভিডি কিনে ফেলবো।

আপনাকেও ধন্যবাদ রইল।।

১২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: রেনকোট ছবিটা কেমন ?

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

আশা জাগানিয়া বলেছেন:

একটু স্লো, তবে পুরোটা দেখতে পারলে ভালো লাগবে।।

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ একটা জিনিস শেয়ার দিছেন -

আপাতত প্রিয়তে নিলাম

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আশা জাগানিয়া বলেছেন:

অনেক ধন্যবাদ মাসুম।।

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: + প্রিয়তে

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আশা জাগানিয়া বলেছেন:

অনেক ধন্যবাদ রইল সেলিম।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.