নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারের আশা জাগানিয়া নতুন সংযোজন "বিষয় ভিত্তিক ব্লগ" !:#P

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২৬





আমি কি দেখতে দেরী করে ফেললাম ? !



ব্লগারদের অনেকদিনের দাবী ছিল প্রিয় সামহোয়্যারইন ব্লগে বিষয় ভিত্তিক ব্লগিং এর সুবিধা দিতে । এতোদিন পরে সেই দাবী পুরণ হয়েছে ।

যদিও এখন পর্যন্ত চারটি বিষয় সংযুক্ত করা হয়েছে আশা করি ভবিষ্যতে গুরুত্ব অনুধাবণ করে অন্যান্য বিষয়ও সংযুক্ত করা হবে ।



তবে এখন একটা দাবী করে রাখছি তা হলো বই সংশ্লিষ্ট পোস্টগুলো দেখার জন্যে একটা বিষয় অপশন চাই ।





মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

না পারভীন বলেছেন: বাহ! আমিও আগে দেখিনি। ধন্যবাদ সামু।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২০

আশা জাগানিয়া বলেছেন:
!:#P !:#P

২| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

সময়ের ডানায় বলেছেন: ধন্যবাদ সামুকে। এভাবে বিষয় ভিত্তিক ব্লগ হলে প্রয়োজনীয় তথ্য খুব তারাতারি পাওয়া যায়।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

আশা জাগানিয়া বলেছেন:

প্রয়োজনে খুঁজে পেতে সুবিধে হবে এই ব্যবস্থায় !:#P

৩| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিষয় ভিত্তিক ব্লগ খুবই কাজে দেবে।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

আশা জাগানিয়া বলেছেন:

!:#P !:#P

৪| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগ । আরো অনেক বিষয় যুক্ত করা হউক ।


দৃষ্টিতে আনার জন্য ধন্যবাদ :)

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:১৭

আশা জাগানিয়া বলেছেন:

গুরুত্ব অনুযায়ী আরো বিষয় যুক্ত করা হোক ।

আপনাকেও ধন্যবাদ । :)

৫| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৮

অপ্রতীয়মান বলেছেন: দেরিতে হলেও কাজের বিষয় যুক্ত করার জন্যে সামহোয়্যার কর্তৃপক্ষকে ধন্যবাদ :)

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯

আশা জাগানিয়া বলেছেন:

হ্যাঁ, এটা খুব কাজের হয়েছে ।
ব্লগাররা বিষয় ভিত্তিক লেখা প্রকাশে আগ্রহ পাবে ।।

৬| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপার কী, আমি দেখতে পাচ্ছি না কেন?

তবে, বিশ্বকাপ ২০১০-এর জন্যও গ্রুপ করা হয়েছিল, যেটিতে আমি জয়েন করেছিলাম, কিন্তু ওটা থেকে এখন বের হতে পারছি না। এরকম বিভিন্ন বিষয়ের উপর গ্রুপ করার প্রভিশন বর্তমানেও আছে বলে আমি জানি।

ব্যাপারটা হয়তো পরীক্ষামূলকভাবে স্বল্প সময়ের জন্য শুরু হয়েছিল। আমি এখন কোনোভাবেই ওটা দেখতে পেলাম না।

ওরকম করা হলে ব্লগারদের অনেক দিনের দাবি পূরণ হবে।

৭| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

আরজু পনি বলেছেন:
@সোনাবীজ অথবা ধুলোবালি,

হোমপেজে সাম্প্রতিক মন্তব্যের পরের বক্সটাতেই "বিষয় ভিত্তিক ব্লগ"-এর সুবিধা রয়েছে । আর এটা কাজ করছে । তবে পোস্ট প্রকাশ সময় ওই নির্দিষ্ট বিষয়গুলোর জন্যে কোন অপশন থাকলে ভালো হতো ।

৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, দেখতে পেয়েছিলাম। তবে ‘বিষয়ভিত্তিক ব্লগ’ এই হেডিংটা আগেও ছিল বলে মনে পড়ছে, যার নিচে একটা বিষয় এতদিন দেখছিলাম - বিশ্বকাপ ফুটবল ২০১০। ওটাতে বেশ ঝামেলা ছিল। ঐ বিষয়ে পোস্ট দিতে হলে ওখানে এনলিস্টেড হওয়ার প্রয়োজন পড়তো। আমি ‘বিশ্বকাপ ফুটবল ২০১০’-এ এনলিস্টেড হয়েছিলাম, কিন্তু তা থেকে বেরিয়ে আসার পথটা কখনো ফাংশনেবল ছিল না।

আমি ভ্রমণ, উচ্চশিক্ষা, ইত্যাদি কয়েকটা বিষয়ে ক্লিক করে দেখলাম- অল্প কয়েকটা পোস্ট আছে। এনলিস্টেড হলে আর বেরিয়ে আসা যাবে না, এই ভয়ে ওখানে কোনো টেস্ট পোস্টও দিই নি। ওগুলো কীভাবে ফাংশন করে তাও অবশ্য জানা নেই।

ছবি পোস্টে এইমাত্র একটা টেস্ট পোস্ট পাবলিশ করেছিলাম। বর্তমানের ফাংশনটা বোধ হয় ‘নির্বাচিত পাতায়’ পোস্ট নির্বাচনের মতো। মনে হচ্ছে নির্দিষ্ট মডারেটর পোস্ট পাবলিশ্‌ড হওয়ার পর বিষয়ানুসারে ঐসব ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেন। ব্যাপারটা এরকম হলে এখানে কিছু মোডিফিকেশনের দরকার আছে। নতুন ব্লগ লিখবার কালে বিষয়গুলোর জন্য মেনু থাকতে হবে, যাতে ক্লিক করে ঐ বিষয়ের অন্তর্ভুক্ত হওয়া যায়।

আশা করা যাচ্ছে, ধীরে ধীরে ইউজার ফ্রেন্ডলি ফিচারসমূহ যোগ করা হবে।

৯| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কিছুটা ভুল হয়ে থাকতে পারে। আমার ব্লগ চেক করে দেখলাম ‘আমার গ্রুপ সমূহ’র নীচে ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১১’ লিখা রয়েছে। এটাতে ক্লিক করলাম, এরর আসছে। এর আগে আমি এই গ্রুপ থেকে বের হবার চেষ্ট করেছি, কিন্তু বের হওয়া যায় না।

আমার গ্রুপসমূহ আর বিষয়ভিত্তিক পোস্ট মনে হয় এক না।


১০| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কিছুটা ভুল হয়ে থাকতে পারে। আমার ব্লগ চেক করে দেখলাম ‘আমার গ্রুপ সমূহ’র নীচে ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১১’ লিখা রয়েছে। এটাতে ক্লিক করলাম, এরর আসছে। এর আগে আমি এই গ্রুপ থেকে বের হবার চেষ্ট করেছি, কিন্তু বের হওয়া যায় না।

আমার গ্রুপসমূহ আর বিষয়ভিত্তিক পোস্ট মনে হয় এক না।


১১| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:
@সোনাবীজ... হ্যাঁ, গ্রুপ ব্লগিং আলাদা ।

বিষয় ভিত্তিক ব্লগ নতুন সংযোজন ।

১২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:৩১

আমি ইহতিব বলেছেন: খেয়ালই করিনি, আপনার পোস্ট দেখার পর জানতে পারলাম।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সামুকেও।

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৩১

আশা জাগানিয়া বলেছেন:

আপনাকেও ধন্যবাদ, ইহতিব ।
:)

১৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:
শুভ উদ্যোগ।

রম্য কৈ??

টেকি কৈ??

রাজনীতি কৈ??


রম্য আর টেকি ছাড়া আমার কি হপে???

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৩

আশা জাগানিয়া বলেছেন:

বিষয়গুলোর জন্যে আবেদন করুন...

কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.