নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

জরুরী রক্তের প্রয়োজন। নিজের রক্তের সাথে না মিললে অন্যকে জানান প্লিজ

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

আপডেট:
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

পরিচিত এক ছোট ভাই এর কাছ থেকে এক ব্যাগ রক্ত পাওয়া গেছে !

ডাক্তার বলেছেন আজ রাত পেরাোলে অবস্থা কি দাঁড়ায় বলা যাবে । তবে আপাতত আর রক্ত লাগবে না ।
---------------------------
সিলেটের একজন গর্ভবতী মহিলার জরুরী রক্তের প্রয়োজন । যত তাড়াতাড়ি রক্ত দেওয়া যায় ততই মঙ্গল । ২ ব্যাগ রক্ত পাওয়া গেছে এখন পর্যন্ত কিন্তু তা আগামীকাল সকাল ৭ টার মধ্যেই শেষ হয়ে যাবে । সকাল ৭ টার মধ্যে তাই রক্তের খুবই প্রয়োজন ।

কোন আগ্রহী সহৃদয়বান থাকলে উনাকে সাহায্য করতে পারেন । রোগী এখন সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি আছেন।

উনার রক্তের গ্রুপ - এ বি নেগেটিভ ।

সাহায্য করতে চাইলে এই নাম্বারে কল করতে পারেন : 01739-111143

Blood Group AB (-)
Cell-01739-111143
Ragib-rabeya medical college, Sylhet.

সুত্র: সাময়িক পোস্ট : জরুরী রক্তের প্রয়োজন সিলেটে ।- রবিন মিলফোর্ড

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

আশা জাগানিয়া বলেছেন:

ব্লগাররা সবসময়ই অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করে...আশা করি সিলেটের কোন ব্লগার থাকলে বা সিলেটে কারো পরিচিত কেউ থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: দয়া করে ম্যান টু ম্যান যোগাযোগ বৃদ্ধি করুন! এই গ্রুপ খুব ই কম। ম্যান টু ম্যান ই উত্তম মাধ্যম।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

আশা জাগানিয়া বলেছেন:

সব ভাবে যেন চেষ্টা করা যায় তাই ব্লগে পোস্ট দেয়া ।
আগে ব্লগ থেকে অনেক সাহায্য পা্ওয়া যেতো...পরবর্তীতে ফেসবুকে সহজে শেয়ার দেয়া যায় বিধায় সেখানে প্রচার পায় বেশি ।
অনেক ধন্যবাদ, গিয়াস ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


রেয়ার গ্রুপ!

শেয়ার চলতে থাকুক।



অনেক দিন আপনাকে এই রূপে পেলাম.... ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

আশা জাগানিয়া বলেছেন:

এটাই সমস্যা !
আমার রক্তের গ্রুপের সাধে মিললে কোনভাবে ব্যবস্থা করতাম ।
মামুন রশীদ ব্লগে একটিভ থাকলে হয়তো কোন সুবিধে হতে পারতো, উনিতো সিলেটের ।

দেখা যাক কিছু করা যায় কিনা ।

----------------
একরুপে পোস্ট দিয়ে, মন্তব্য করেই কুলাতে পারছিনা :(
এই রুপে আসার সময় বের করাই মুশকিল ।
রক্তের জন্যে জরুরী ভিত্তিতে দিলাম ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সিলেটের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

আশা জাগানিয়া বলেছেন:

ধন্যবাদ, কান্ডারি।
মামুন রশিদ ব্লগে একটিভ থাকলে সুবিধে হলেও হতে পারতো ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
মামুন চাচ্চু সরকারবিরোধী কোন কাজ করতে ইচ্ছুক না বিধায় ওনাকে ফেসবুকে দেখা যায়না!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

আশা জাগানিয়া বলেছেন: ব্লগে মামুনকে মিস করি ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাই দ্যা ওয়ে উনি কি আগামীকাল সকাল ৭টা বলতে ২৬ নভেম্বার সকাল ৭টা বুঝাইসেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

আশা জাগানিয়া বলেছেন: দেরীতে জবাব দেবার জন্যে দুঃখিত ।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:
পরিচিত এক ছোট ভাই এর কাছ থেকে এক ব্যাগ রক্ত পাওয়া গেছে !

ডাক্তার বলেছেন আজ রাত পেরাোলে অবস্থা কি দাঁড়ায় বলা যাবে । তবে আপাতত আর রক্ত লাগবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.