![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তিই পরিচ্ছন্ন মত প্রকাশের একমাত্র মাধ্যম, গালাগালি নোংরা মানসিকতার পরিচায়ক, বন্ধু শত্রু... সবাইকে স্বাগতম।
সত্যিকারের একজন ভাল মানুষ হতে চাই!
বিচিত্র এই ভুবনে বাবা মার কাছে ভাল ছেলের গুণাবলী একরকম
আবার ভাইবোনের কাছে অন্যকিছু!
স্কুল কলেজের ফ্রেন্ডদের কাছে ভাল হতে লাগে পুরন কিছু ভীন্নদাবি
প্রেমিক কিংবা প্রেমিকারা আবার তাদের প্রিয়জনকে ভাল পেতে
খুটিয়ে দেখে একেবারেই আলাদা কিছু গুণাবলীতে!!
আসুন জেনে নেই একজন সত্যিকারের ভালমানূষের গুণাবলীতে ব্লগারদের কার কেমন প্রত্যাশা!
সত্যিকারের ভাল মানুষের গুণাবলী:-
১.
মিথ্যা বলা পরিহার করেন , দম্ভ দেখাবেন না (প্যাঁচনাই)
২.
চাইনা ভালো হতে। ভালো'র ভাত নাই। (রিমঝিম বর্ষা)
৩.
মিথ্যা বলা পরিহার করেন ,
দম্ভ দেখাবেন না
মেজাজ ঠান্ডা রাখুন
গালাগালি বাদ দিন (কাঊসার রুশো)
৪.
সহজ সরল থাকা। (আলিম আল রাজি)
৫.
ভাল মানুষ হওয়া বড় কস্টের কাজ (শ।মসীর)
৬.
ধৈর্যশীল হওন এবং সেক্রিফাইজ করতে শিখুন। (ইঞিঃ মশিউর রহমান)
৭.
একটা মুখোশও লাগে।
আকাশের তারাগুলি
৮.
ক->.মন পরিস্কার রাখতে হবে
খ->.পজিটিভলি ভাবতে হবে। সব ব্যাপারে না হোক অধিকাংশ ব্যাপারে। জেরী
৯.
সহজ মানুষ হতে চাই। পারি না।
আমি চেষ্টা করি আমার জীবনে আসা প্রতিটা মানুষকে আলাদাভাবে গুরুত্ব দিতে।
আমি খুবই ফালতু টাইপ একটা মানুষ।
তবু জীবনে অনেক অনেক ভালবাসা পেয়েছি
হয়তো এই একটা বিষয় সযতনে খেয়াল রেখেছি বলে!
ত্রাতুল
১০. ভাল মানূষ
রাজসোহান
১১.
আমার দৃষ্টিতে ভাল মানুষের অন্যতম প্রধান গুন হচ্ছে- প্রতিপক্ষের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং তারপর সুচিন্তিত মতামত দবেন।
কোন ভাল মানুষ কখনো ব্যাপক মিথ্যাচার অথবা আন্দাজ অনুমান করে কাউকে দোষারোপ করতে পারেন না।
মোহাম্মদ লোমান
১২.
আমার মা খুব ছোট থেকেই অনেক ভদ্রতা বা নৈতিকতার শিক্ষা দিয়ে এসেছেন। আরো একটু বড় হলে বলেছেন, "যেকোন কাজ করার আগে দেখবে তোমার ভেতরে আমার শেখানো মোরালিটিগুলো একটা মতামত দেয়। যখনি দেখবে সেই মোরালিটি তোমাকে কিছু করতে বাধা দিচ্ছে তখন সেই কাজটা কোরো না। তাহলেই কাজটা ভাল হবে। আর এমন কিছু করবে না যেটা একজন মানুষের ক্ষতি করে। কারো ক্ষতি করে তুমি কখনো বড় হতে পারবে না।" অদ্ভুত হলো আমি সত্যি যখন কোন বড় সিদ্ধান্ত নিতে গিয়েছি, ভেতরের বিবেক আমাকে অনেক গাইড করেছে। আমি মিথ্যা বলি নি এমন বলবো না; তবে এমন মিথ্যা কখনো বলি নি যেটা কারো এতোটুক ক্ষতি করে।
কিন্তু সবকিছুর পর-ও বলবো আমি "ভাল" মানুষ কখনোই হতে পারি নি। ভাল মানুষের সংজ্ঞা সবসময়-ই খুব ধোঁয়াটে আমার কাছে। ঊশৃংখল ঝড়কন্যা
১৩.
দোস্ত প্রতিদিন সকালে উঠে তুমি দাতব্রাশ করবা তাহলেই ভাল মানুষ হবা।
ফ্রি পরামর্শ দেয়না কি খাওয়াবা এবার? শূণ্য উপত্যকা
আমি আমরা সবাই প্রতিদিন অন্তত একটা মন্দ অভ্যাস ত্যাগ করে এমনসব ভাল গুণাবলী রপ্ত করতে সচেস্ট হব!! অন্তত দিনে একটি করে হলেও!!
জানি, ভাল মানুষ হতে হলে অনেক অনেক যোগ্যতার্জন করতে হবে! একদিন কিংবা দুদিনের ভালমানষীতে সত্যিকারের ভাল হওয়া কখনই সম্ভব না! পারফেক্ট ভাল মানুষ না হোক অন্তত ভাল মানুষের কিছু গুনতো প্রাকটিস করতে পারব!!
আপনাদের স্বরব উপস্থিতি কামনা করছি!!
বিনিদান্তে হুপফূলফরইভার August 03, 2010.
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০০
হুপফূলফরইভার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ @প্যাঁচনাই !
মিথ্যা না বলার শপথ নিয়েছি এই আজকেই! তবুও মাঝে মাঝে বলেই ফেলি, কি যে করি!!
২| ০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৫৮
রিমঝিম বর্ষা বলেছেন: চাইনা ভালো হতে। ভালো'র ভাত নাই।
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০২
হুপফূলফরইভার বলেছেন: আমিও চাইনা পরিবার সমাজ আর সার্কেলের কাছে আপেক্ষিক ভাল থাকতে!
নিজের কাছে নিজে ট্রান্সপারেন্ট থাকার চেয়ে ভালো থাকা আর কিছু কি হতে পারে রিমিপু?
৩| ০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৫৯
কাউসার রুশো বলেছেন: মিথ্যা বলা পরিহার করেন ,
দম্ভ দেখাবেন না
মেজাজ ঠান্ডা রাখুন
গালাগালি বাদ দিন
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০৬
হুপফূলফরইভার বলেছেন: মিথ্যা না বলার চেস্টায় আছি প্রতিনিয়ত
তবুও বলে ফেলি মাঝে মাঝে, কি যে করি!!
দম্ভোক্তিতে গৃণা!
মেজাজ ঠান্ডা রাখার ভাল কোন উপায় আছে কি জানা?
গালিবাজকে জন্মগতভাবেই ইগনুর করি!
অন্তরের সারল্যতা থেকে শুভেচ্ছাবাদ নিন কাঊসার রুশো ভাই
৪| ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০০
আলিম আল রাজি বলেছেন: সহজ সরল থাকা।
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:১৩
হুপফূলফরইভার বলেছেন: ভালমানুষ হৈতাম্চাই কিংবা পাটকাঠির মতন সহজ আর রেললাইনের লাহান সরল থাকতাম্চাই!
৫| ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০৬
শ।মসীর বলেছেন: ভাল মানুষ হওয়া বড় কস্টের কাজ
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:১৫
হুপফূলফরইভার বলেছেন: আসলেই ভাল মানুষ হওয়া বড় কস্টের শমসীর ভাই! ভাল মানুষের যে কত বিচিত্র সংগা!
৬| ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:০৭
মুখোশধারী ভদ্রলোক বলেছেন: ব্লগার ফারজানা মাহাবুব এবং ব্লগের মডারেশন।
৭| ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: ধৈর্যশীল হওন এবং সেক্রিফাইজ করতে শিখুন।
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:২৭
হুপফূলফরইভার বলেছেন: ধৈর্যশীল হওয়ার চেস্টা করেও কখনও কখনও ধৈর্যহীন হয়ে যাই! আবেগ কন্ট্রোলের কোন যান্ত্রিক উপায় থাকলে খুব ভাল হত!
৮| ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:২২
কাউসার রুশো বলেছেন: আপনাকে ধন্যবাদ।
মেজাজ ঠান্ডা রাখার ব্যাপরাটা আমিও চেষ্টা চালাচ্ছি। কিন্তু সফল হতে পারছিনা। তবে চেষ্টা চলবেই।
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:০৩
হুপফূলফরইভার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!
ভালমানষীতে ভাল থাকুন!! নিরন্তন প্রতিদিন!
৯| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:১৭
পাহাড়ের কান্না বলেছেন: একটা মানুষ কখনো সবার কাছে ভাল হতে পারেনা।
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:০৬
হুপফূলফরইভার বলেছেন: সবার কাছে না হোক অন্তত কিছু একান্ত আপনজনেদের কাছে হলেও ভাল থাকতে চাই!
১০| ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:০৮
জামিনদার বলেছেন: ভাল'র ব্যখ্যাটাই আজকাল নষ্ট হয়েগেছে।
মানুষের রুচিবোধে এখন ভাল'র নির্দিষ্ট কোন রূপ নাই।
কেউ সন্যাসী হওয়া ভাল মনে করে আর কেউতো শেষ সমকামিতা বৈধতার দাবি জানায়।
এজন্য আগে ভাল'র ব্যখ্যাটা নির্ধারণ করা দরকার?
প্রচেষ্টার জন্য ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:৪৪
হুপফূলফরইভার বলেছেন: ভাল'র ব্যাক্ষা টা আসলে কি? রুচিবোধ বলতে কি ডিরেক্ট করে তা জানার উপায়ই বা কি? যাই বুঝাক না কেন:--রুচিবোধ তো আর একদিন দুই দিনে গড়ে উঠেনা!!
ভাল রুচিবোধের জন্য প্রথমেই চাই সুশিক্ষিত একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড! শিশুকাল থেকেই মননশীল একটা বন্ধুমহল, আর প্রাথিমক শিক্ষার স্তর থেকেই নৈতিক শিক্ষার শক্ত ভিত্তি!
ভোগবাদী আর স্বার্থচিন্তায় বিভোর আমাদের এখনকার পারিবারিক অবকাঠামো এগুলো ইনশিউর করবে কিভাবে? যেখানে সামগ্রিক কালচার/ মিডিয়া / সরকারি ভোষননীতি প্রতিনিয়ত শিখাচ্ছে অবাধ আত্মস্বার্থরক্ষার উগ্র কামনা!!
১১| ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:৪৫
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: +
১২| ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৩৫
জামিনদার বলেছেন: ভাল রুচিবোধের জন্য প্রথমেই চাই সুশিক্ষিত একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড! শিশুকাল থেকেই মননশীল একটা বন্ধুমহল, আর প্রাথিমক শিক্ষার স্তর থেকেই নৈতিক শিক্ষার শক্ত ভিত্তি
+++++++++++++++++
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৫৮
হুপফূলফরইভার বলেছেন: ধনেবাদ শুভেচ্ছাবাদ স্বাধুবাদ!!
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৩৮
আকাশের তারাগুলি বলেছেন: একটা মুখোশও লাগে।
০৪ ঠা আগস্ট, ২০১০ দুপুর ১২:০২
হুপফূলফরইভার বলেছেন: হায় হায় ভাইডি ঈডা কলেন কি?
তয় কৈছেলাম কি ?
মুখোশের আইডিয়াটার ইট্টু ব্যাকখা
যদি লাগে আপনের আজ্ঞা!! :>
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:০৭
জেরী বলেছেন:
১.মন পরিস্কার রাখতে হবে
২.পজিটিভলি ভাবতে হবে। সব ব্যাপারে না হোক অধিকাংশ ব্যাপারে।
.......................................................................কিন্তু ভালো যে হতে চাই না ভাই। দুনিয়াতে বেশী ভালো মানুষ হবেন তো রীতিমতন ভাতে মারা পড়বেন
০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:২২
হুপফূলফরইভার বলেছেন: জেরীপু :-
১. "মন পরিস্কার রাখতে হবে"
মন পরিস্কার রাখুম কেমনে ? পইত্যেকদিন সার্ফেক্সেল দিয়া ডলায় কাম ঐবু নি?
২."পজিটিভলি ভাবতে হবে। সব ব্যাপারে না হোক অধিকাংশ ব্যাপারে।"
ভাবিতো পজিটিভলি ই--- নিত্যদিনে কইত্যন জানি বীজগাণিতিক (-) নেগেটিভ আইসা ইক্যুয়্যালটু= ০ কইরা দেয়! হেইডা কি আমার দুষ?
"..................................কিন্তু ভালো যে হতে চাই না ভাই। দুনিয়াতে বেশী ভালো মানুষ হবেন তো রীতিমতন ভাতে মারা পড়বেন"
হায় হায় জেরীপু ঈডা কয়কি? ভাতে মারা পড়লে তাতে কার লাভ? আমার জায়গায়তো একজন খ্রাপ্মানুষ য়াইসা জায়গা দহল নিব!! তবুও ভালমানষীতে ভাল থাক্তাঞ্চাই!
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৭
ত্রাতুল বলেছেন:
সহজ মানুষ হতে চাই। পারি না।
আমি চেষ্টা করি আমার জীবনে আসা প্রতিটা মানুষকে আলাদাভাবে গুরুত্ব দিতে।
আমি খুবই ফালতু টাইপ একটা মানুষ।
তবু জীবনে অনেক অনেক ভালবাসা পেয়েছি
হয়তো এই একটা বিষয় সযতনে খেয়াল রেখেছি বলে!
০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৭
হুপফূলফরইভার বলেছেন: @ত্রাতুল:- আপনি চমত্কার একটা গুণাবলী তুলে ধরেছেন!!
চেষ্টা করি আমার জীবনে আসা প্রতিটা মানুষকে আলাদাভাবে গুরুত্ব দিতে। এভাবেতো কখনও চিন্তা করি নাই!
আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ!! অলওয়েজ প্রে করবেন এই গুনটা যেন প্রাকটিস করতে পারি!! বিনম্রচিত্তে কামনা আপনার জীবনটা নির্ঝঞ্জাটমুক্ত হাসিখুশি কাটুক!
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৭
বীনা বলেছেন: ............. অনেক উপদেশ পেলাম............. অনেক উপকার পাবো........
তো............ আপনি ভালতো?.............. আপনি ভাল আছেন তো..........?
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৮:৩৪
হুপফূলফরইভার বলেছেন: একজন ব্লগারও যদি আমার এই পোস্টের মাধ্যমে উপদেশ পেয়ে থাকে নিয়ে থাকে আমার চেস্টা স্বার্থক!
ব্যাক্তিগতভাবে আমি অনেক অনেক খারাপ ! তবে ভাল হতে চাই! ভাল মানূষেদের সংশ্রবে থেকে নিজেকে সাজাতে চাই!
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৯
রাজসোহান বলেছেন: ভালো মানুষ !
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৮:৪৩
হুপফূলফরইভার বলেছেন: হতে চাই! পেতে চাই সংশ্রব ভালমানূষের! -))
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৯
ত্রাতুল বলেছেন:
অনেক অনেক শুভকামনা আপনার জন্য!
আমার জন্যও দোয়া করবেন!
[নির্ঝঞ্জাটমুক্ত শব্দটা কি ঠিক আছে? বুঝতে পারছি না!]
০৫ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৫৩
হুপফূলফরইভার বলেছেন: স্পেস দিতে ভূলে গেছি ভাইডি!!
আসলে বাক্যটা হবে "বিনম্রচিত্তে কামনা আপনার জীবনটা নির্ঝঞ্জাট, মুক্ত আর হাসিখুশি কাটুক!"
আবারো শুভকামনা আপনার প্রতি!!
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৮
মোহাম্মদ লোমান বলেছেন: আমার দৃষ্টিতে ভাল মানুষের অন্যতম প্রধান গুন হচ্ছে- প্রতিপক্ষের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং তারপর সুচিন্তিত মতামত দবেন।
কোন ভাল মানুষ কখনো ব্যাপক মিথ্যাচার অথবা আন্দাজ অনুমান করে কাউকে দোষারোপ করতে পারেন না।
০৫ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৬
হুপফূলফরইভার বলেছেন: অত্যন্ত চমত্কার দুটি পয়েন্ট তুলে ধরেছেন লোকমান ভাই!
প্রতিপক্ষের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনার মত মানষিকতা ধরণীতে বোধয় খুব কম লোকেরই আছে!! আমি কমবেশি চেস্টা করি! দোয়া করবেন যেন এই গুণাবলীটা ভাল করে রপ্ত করতে পারি!!
কালকে এক বন্ধুর কাছে একটা হাদিস শুনলাম রেফারেন্স জানিনা!
"কাফা বিল মারয়ে কাজিবান আই উহদিছা মা ছামিআ" অর্থাৎ মিথ্যা বলার জন্য এটাই যথেস্ট সত্যাসত্য যাচাই না করে তা বলে বেড়ানো! আল্লাহ আমাদেরকে মিথ্যাচার থেকে বাচিয়ে রাখুন!
ভাল থাকবেন অনেক অনেক!
২০| ০৫ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০০
প্রিন্স_হাইয়ান বলেছেন: Apni parben, ei chinta koyjoner mddhe ase, +
০৫ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২৩
হুপফূলফরইভার বলেছেন: ভাই :- চমত্কারভাবে এপ্রিশিয়েট করার জন্য অন্তর থেকে একটা নির্মল ধন্যবাদ নিন!
ভাল থাকুন নিরন্তর প্রতিদিন!
২১| ০৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৩
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আমার মা খুব ছোট থেকেই অনেক ভদ্রতা বা নৈতিকতার শিক্ষা দিয়ে এসেছেন। আরো একটু বড় হলে বলেছেন, "যেকোন কাজ করার আগে দেখবে তোমার ভেতরে আমার শেখানো মোরালিটিগুলো একটা মতামত দেয়। যখনি দেখবে সেই মোরালিটি তোমাকে কিছু করতে বাধা দিচ্ছে তখন সেই কাজটা কোরো না। তাহলেই কাজটা ভাল হবে। আর এমন কিছু করবে না যেটা একজন মানুষের ক্ষতি করে। কারো ক্ষতি করে তুমি কখনো বড় হতে পারবে না।" অদ্ভুত হলো আমি সত্যি যখন কোন বড় সিদ্ধান্ত নিতে গিয়েছি, ভেতরের বিবেক আমাকে অনেক গাইড করেছে। আমি মিথ্যা বলি নি এমন বলবো না; তবে এমন মিথ্যা কখনো বলি নি যেটা কারো এতোটুক ক্ষতি করে।
কিন্তু সবকিছুর পর-ও বলবো আমি "ভাল" মানুষ কখনোই হতে পারি নি। ভাল মানুষের সংজ্ঞা সবসময়-ই খুব ধোঁয়াটে আমার কাছে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন "হোপফুল ফরএভার"!
০৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩৬
হুপফূলফরইভার বলেছেন: খুব অল্প কথায় খুব সহজ ভাষায় অনেক পরিশীলিত রুচিবোধের প্রকাশ করেছেন!!
আমার কাছে মনে হয় "ভাল মানুষ হতে হলে ভাল রুচিবোধের জন্য প্রথমেই চাই সুশিক্ষিত একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড! শিশুকাল থেকেই মননশীল একটা বন্ধুমহল, আর প্রাথিমক শিক্ষার স্তর থেকেই নৈতিক শিক্ষার শক্ত ভিত্তি ছাড়া এটা সম্ভব না!
আপনার মা আপনাকে অনেক পরিশীলিত একটা মানবিক বেইজ দিয়েছেন আপনাকে! আপনি অনেক ভাগ্যবান!!
নিরন্তর কামনা করছি পরিশীলিত মনের আপনজনদের নিয়ে আপনার জীবনটা নির্ঝঞ্জাট, আর অফুরন্ত হাসিখুশি কাটুক!"
আপনিও অনেক অনেক ভাল থাকুন!!
২২| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৮
শূণ্য উপত্যকা বলেছেন: দোস্ত প্রতিদিন সকালে উঠে তুমি দাতব্রাশ করবা তাহলেই ভাল মানুষ হবা।
ফ্রি পরামর্শ দেয়না কি খাওয়াবা এবার?
০৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৩
হুপফূলফরইভার বলেছেন: লেখক বলেছেন: হাহ! হাহ! হা!! হা হা !!
ওরে কে কোতায় আচিস রে আমারে ধর! হাসতে হাসতে পেট ব্যাথা হই গেছে!! দোস্ত একটা জটিল বুড্ডি দিছ!
এই কামডা আসলেই করতে বড্ড আইলসামী লাগে!!
এত্ত সস্তা ! থুক্কু জটিল বুড্ডি দিছ তোমারে বড়জোড় একটা সাতক্ষীরার পাতার বিড়ি খাওয়াইতে পারি!
খাবা?
২৩| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৪
শূণ্য উপত্যকা বলেছেন: খাওয়াও
১১ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪১
হুপফূলফরইভার বলেছেন: এই লও! এইবার ইচ্ছামত টানো---
২৪| ১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
স্বপ্নশহর বলেছেন: অনেক হাই থট কথা বার্তা......মাথার উপ্রে দিয়া গেলো
১১ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৫৪
হুপফূলফরইভার বলেছেন: হায় হায় ঈডা আপনে কন কি!
মাথায় এত্তবড় পাথলা থাক্তে উপ্রে দিয়া যায় কে-মনে?
২৫| ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: ভালো মানুষের আরেকটা গুণ থাকে সে সবার ভালোটাই দেখে, আমার মতো সবার সাথে ইন্টু আর গ্যান্জ্ঞাম করনের লিগা ২ নম্বরী খোজে না!
৩১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১০
হুপফূলফরইভার বলেছেন: জন্মের সময় থিকা কিয়েল্লিগা যে খোদা এই গুনটা দিলনা! খালি মানুষের খারাপ ব্যাপার গুলি চোখে পডে!
তয় চেস্টা করি অন্যের ভাল গুনগুলি অনুকরন করতে ! বেশীরভাগই পারিনা!
২৬| ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০০
উদাসী স্বপ্ন বলেছেন: তবে ভাই, খারাপ থাকারও কস্ট অনেক যেটা আমি এখন বুঝি!
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রোফাইল কমেন্ট ৮১ নম্বর দেখুন।
২৮| ০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬
শিপু ভাই বলেছেন: আমি আমার জন্য একটা ফর্মূলা বানাইছি। আমিও ভাল মানুষ হইতাম ছাঈ।
যে ব্যক্তি অপরের ক্ষতি করেনা/ ক্ষতির চিন্তা করে না/ক্ষতি কামনা করে না বরং অপরের মংগল করে/মংগলের চিন্তা করে / মংগল কামনা করে- সে ই ভাল মানুষ।
০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৩৭
হুপফূলফরইভার বলেছেন: আপনার পয়েন্টগুলো আসলেই অনেক চিন্তিত এবং পরিশীলিত~ এটা কি আপনার ছেলের ছবি নাকি শিপু ভাই? ভাইস্তারে অনেক অনেক আদর রৈল~
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৫২
প্যাঁচনাই বলেছেন: মিথ্যা বলা পরিহার করেন , দম্ভ দেখাবেন না