নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূত্যুই অনন্ত পথযাত্রার প্রারম্ভ।

শত্রুর সঙ্গে সব সময় ভাল ব্যবহার করলে সে একদিন বন্ধুতে পরিনত হবে। - এডমন্ড ধার্বা

নিকলসন

ভাল মানুষ হতে পারব কিনা জানিনা, তবে মূত্যুর আগে অন্তত একটি ভাল কাজ করতে চাই।

নিকলসন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির শব্দ

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৫



ইট কাঠ আর কংক্রিট এর এই শহরে শান্তি সেতো শুধুই ধোঁয়াশায় ভরা একটি শব্দ। যেখানে সবুজ নেই, ফুল নেই, পাখি নেই। সেখানে শান্তির জায়গা কোথায়। নানা আছে তবে তা একেবারেই প্রাণহীন মনে হয় আমার কাছে। তবুও আজ খুবই মন ভাল আমার। কারন বৃষ্টি এসেছে আবার। সেই দিনগুলোকে মনে করিয়ে দিয়ে। ঘাসে মোড়া আমাদের মাঠটি যখন পানিতে টইটুম্বুর। তখন বল নিয়ে তাতে ঝাপাঝাপি সারাদিন ভর। দৌড়ে গিয়ে পিছলে পড়া, কাদায় লুটোপুটি খাওয়া। পুকুরে ডুব দিয়ে পানির উপরে পড়া বৃষ্টি ফোটার শব্দ শোনা। কি যে আনন্দময় ছিল দিনগুলো। বাসায় ফিরে খেয়ে দেয়ে খাতামুড়ি দিয়ে বৃষ্টির শব্দ শোনা আর ঘুম। আজকে যেন সেই দিনগুলোই ফিরে এসেছে। সেই একই মুষলধারে বৃষ্টি পড়ছে। টানা শো শো শব্দ, বাতাসের সাথে নাচছে বৃষ্টির ফোটা। নাহ্ আর লিখতে পাড়ছিনা। ঘুম আসছে, দু-চোখ জুড়ে শুধুই ঘুম। এখন ঘুম যাবো ঘুম।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৬

ভোর বলেছেন: বৃস্টি আমারও অসম্ভব পছন্দ। খুব ভাল লাগল আপনার লেখা। নিজের ছোটবেলার দিনগুলো মনে পরে গেল।

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫১

নিকলসন বলেছেন: অনন্ত জীবনের শুরু হলে সৃষ্টিকর্তার কাছে চাইবো যেন আমার বাল্যকাল।
"আমার ব্লগের ভোর হল শুরু, "ভোরকে" দিয়ে।
আই ফিল প্রাউড।

২| ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৬

জেবুন বলেছেন: ইস সেই ছোটবেলায় যদি আবার ফিরে যাওয়া যেত .......।

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪

নিকলসন বলেছেন: খুব সহজে যাওয়া যাবে। জেবুন কি যেতে চায়।

৩| ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৯

নাঈম বলেছেন: মন খারাপ করা লেখা :(

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০১

নিকলসন বলেছেন: মজার একটি ব্যাপার হয়েছে আপনার কমেন্ট পড়তে গিয়ে। আপনি লিখেছেন "মন খারাপ করা লেখা" তার ঠিক নিচে ছিল "মুছে ফেলুন"। যেটা তিনটা অপশনের একটা। আমারতো সাঁই করে মন খারাপ হয়ে গেল। বুঝতে পেরে প্রচন্ড হাসি। বুঝলাম আবার সবাই কেন আমাকে বোকা বলে।

আসলে মন এই ভাবে খারাপ করতেও প্রচন্ড ভাল লাগে কখোনো কখোনো। ভাল থাকুন নাঈম।

৪| ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৯

জেবুন বলেছেন: কিভাবে? পারলে এক্ষুনি .....।

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৮

নিকলসন বলেছেন: অল্প লেখায় বোঝাতে পারবো না। ছোট্ট একটি পথ বাতলে দিচ্ছি। আপনার ক্ষেত্রে কাজ করবে কিনা জানিনা। আমার ক্ষেত্রে করে।

দৃষ্টিটাকে শুন্যে রাখুন। ভাবুন আপনার প্রিয় কিছু মূহুর্ত আপনার প্রোফাইল পিক এর মতো। কথা বলুন সেই সময়ের সাথে। কথা বলুন ছোট্ট জেবুন হয়ে আপনার প্রিয় বন্ধুদের সাথে।

৫| ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমি বৃষ্টি চাই..আমি বৃষ্টি চাই বারে বার

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

নিকলসন বলেছেন: ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়/ ঝুম বৃষ্টির রাইতে যেন আমার মরণ হয়। আমি মেঘ চাইনা, শুধু বৃষ্টি চাই শুধুই বৃষ্টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.