![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেখে দাও কয়েক ফোঁটা আদর তোমার-
যে আদর পরশে পরশে আশ্চর্য অনুভূতি জাগায়।
রেখে দাও স্নিগ্ধ হাসিটুকুর অবশেষ খানিকটা-
যা নিতান্ত ক্লান্ত, মলিন আত্মাকেও ভালবাসায় বাঁচিয়ে তোলে।
রেখে দাও দু' গণ্ড অশ্রুজল তোমার-
যা বাংলার আকাশে প্রতিনিয়ত বৃষ্টি হয়ে ঝরে।
রেখে দাও তোমার নিবিড় মায়ার শেষ স্পর্শখানিক-
দুর্ধর্ষ কোন রহস্য উপন্যাসের জট খোলার তীব্র কৌতূহলের মতই, যাকে পাবার ইচ্ছে মানুষকে মত্ত করে তোলে।
আজ হতে ৫০ বছর পর,
তোমার এই গুটিকয়েক সামান্য ছিটেফোঁটাই কবি হৃদয়ে ভালবাসার কবিতা লেখার রসদ নিয়ে আসবে।
কেননা, ভালবাসা- সে যে হারিয়ে যাচ্ছে দিন কে দিন।
বিশ্বাস না হলে পরখ করে নিও,
আজ হতে ৫০ বছর পর।
২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:০৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৫৮
হরকরা বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
গন্ধ গণতন্ত্র বলেছেন: ভাল