নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরকরা

হরকরা › বিস্তারিত পোস্টঃ

সাহসী

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৭

এবং আমি নিজেকে একটু হলেও সাহসী ভাবতাম।

তোমার জন্য সাহসী,
তোমাকে পাবার জন্য সাহসী,
তোমাকে দেখবার জন্য দু' পলক- সাহসী!
বিধি, হায়! আমি তোমাকে একবার ভালবাসি বলবার জন্য সাহসী হতে পারছি না।

আচ্ছা, আগে কখনো প্রেম করিনি, তাই-
প্রেম -১০১ এ নিতান্তই অজ্ঞ আমি, মানতে-
দ্বিধা নেই! তবে, আমি দারুণ প্রেম বুকে নিয়ে
জন্মেছি, সে বিষয়ে কোনকাল সংশয় হয়নি!
প্রেমাভাবে মন কখনো ক্ষিপ্ত হয়নি,
বুভুক্ষু হয়ে ভালবাসায় এর আগে মন কখনো আমার
কাঁটা বিছিয়ে বিছানা পেয়ে শোয়নি।
আমি প্রেম বিষয়ক জ্ঞানে নিতান্তই অপটু,
তুমি, তাই, আমাকে এতোটুকু ক্ষমা করতেই পারো!
কি? পারো না? পারো বইকি!

তুমি জাদুকরী, মায়াবী মুখোশ তোমার জাদু দিয়ে তৈরি!
তা কি আমি জানিনা?
খুব জানি! তবে সেই সাথে আসে নিশপিশিয়ে কৌতূহল!
তোমাকে একবার ভালবাসি বলবার ভয়- সে কি তুমিই কোন এক মোহান্দ্রজালে সৃষ্টি করো নি তো?
তোমার অসাধ্য কি, করতেই পারো!
করতেই পারো লক্ষ্মীটি! তবে একটিবার,
শুধুমাত্র একটিবার নাহয় কিছু বলবার জন্যে সাহসটুকু এনে দাও?
একবার ভালবাসি বলে আমার ওষ্ঠযুগলে প্রশান্তি বয়ে আনবার সুযোগ দাও?
আচ্ছা, ৪ বর্ণের এই ডাকাতিয়া শব্দটি তোমাকেও একটু প্রশান্তি দেবে তো!
কি জানি!
কি জানি!

এর চেয়ে বাপু একবার নিজেই বলে ফেললে পারো,
এতোই যদি আটকে রাখতে চাও আমাকে,
না চাও যদি আমার ভালবাসাবাসিকে নিজের খামখেয়ালীতে পরাস্ত করে রাখতে।
এর চেয়ে বরং ঢের সোজা-
তোমার অনাহুত কিছু বাসনাকে একত্র করে,
কিছু মুহূর্তকে খানিক থামবার জন্য অনুরোধ জানিয়ে,
অনাদিকাল হতে প্রথমবারের মতো নিজের বুকের ভেতরের সাইক্লোনকে প্রশমিত করে, আর-
হৃদয়ের অতলান্তিক থেকে অনুভূতিগুলো কুড়িয়ে এনে, বলে ফেলো-
"-ভালবাসি... তুমি? ভালবাসবে তো?"

উত্তর দেবার জন্যে আমার সাহসী হবার প্রয়োজন আছে বলে মনে করি না।

২৪-০৬-১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৯

আলম দীপ্র বলেছেন: বেশ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.