নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তার কিছু কথা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

আমায় তুমি যত ভুলই বোঝ না কেন,
ফিরে তাকাই ক্রমাগত
মুখে হয়তো বলতে নেই
অনেক কিছুই এখন যেন!

তবে আজও বসন্তের এই ভরদুপুরে,
সবকিছুতেই আদিখ্যেতা
সবকিছুতেই বাড়াবাড়ি
হয়তো তখন অনেক বেলা অনেক দূরে!

হাজার বছর পরেও আবার মধ্যরাতে,
আরেকটিবার এসো সখা
সব কথারই মৃত্যু হবে
তবুও অনেক চলবে কথা তোমার সাথে!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি
ব্লগে স্বাগতম
লিখবেন সব সময়

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমি আপি না, ভাই।
দেখি, যদি সবার উৎসাহ পাই, তাহলে লিখবো।
সে ইচ্ছা আছে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৮

রাফা বলেছেন: কবিতা ভালোই হইছে।প্রথম পোষ্টে শুভকামনা থাকলো।

ধন্যবাদ, ভাই-তন্দ্রাকুমারী।

হেতুটা কি বলবেন ,ছেলে হয়ে মেয়ে নিক কেনো নিলেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মন্তব্যে জন্য ধন্যবাদ, রাফা ভাই। জানি না, ব্যাপারটা ঠিক হলো কি-না….আমি আসলে জেন্ডার ইস্যু নিয়ে লিখতে চাই। একজন কাল্পনিক নারীর অস্তিত্ব (অনস্তিত্ব), কীভাবে একটি ছেলের জীবনকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে- সেই আখ্যান লিখতে চাই। বিষয়টিকে বৈজ্ঞানিক ও দর্শনগতভাবে বিশ্লেষণ করার ইচ্ছা আছে।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং। ভালো লিখেছেন।

ভালোবাসা সতত।

৫| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.