| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তুমি কী আজও শুনতে পাও, ঝিরি ঝিরি বাতাসের সে প্রতিধ্বনি? যে বাতাস আজও বলে চলেছে, 'না বাবা, পচা শামুকে পা কাটতে চাই না।' অথবা, সে নদীর নির্মল তরঙ্গ এখনো কি ঝিম লাগায় সারা গায়, যে নদীকে তুমি বারবার অভিমান করে বলতে, ‘যাও না কেন, নদী?’
আজ বুঝি সব ভুলেছ, হে কবির কবি! সবকিছু ছিড়ে-খুঁড়ে দিয়ে ডানাম্যালা শঙ্খচিলের মত ডুবে যাচ্ছ শরতের গভীর মেঘে কিংবা মেঘের উপর দিয়ে?
আমাকে নেবার কথা মনে ভেবেছ কী কোন একদিন বা একরাতে? সঙ্গতভাবেই, জীবনের এই পাকে পড়ে থাকাটা তোমার-আমার নিয়তি বলে আজ আর মানি না।
ইচ্ছে হলে চলো না আজ আবার বেরিয়ে যাই, অজানায়… আাচ্ছা, তোমার হাতে হাত না ছুঁয়েই হাঁটতে থাকি যদি অনন্তকাল- কিংবা তুমি হলে জল, আমি টানা জাল। তবুও কি তুমি একবার তাকাবে না আমার দিকে? শুধু একবার কি দেখাবে না, কী লেখা আছে ঐ চোখের কোণে?
বড্ড শক্ত তোমার নাগাল পাওয়া। তবু তাকিয়ে দেখ, আমি ছুটছি তো!

©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।