নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তুমি বলতে, আমি নাকি সম্পূর্ণ অচেনা কেউ-
তবুও বললে সেদিন কত কি কথা!
দীর্ঘ আখের খেতের ভিতর জমানো নিরবতা
আর দু’জনের হৃদয়ের উপচে পড়া ঢেউ
আঁছড়ে পড়ছিল তখনো কথার উপরে
তোমার সেদিনের গা ছুঁয়ে-
তাই আমি আজও ঝরে পড়ি দিগন্তে,
সেই পাখিটার চোখের জলে ধুয়ে
আজও মূঢ়তার অন্ধকারের গন্ধে
স্থির পায়ে ভাসি সময় চুঁয়ে চুঁয়ে!
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: লিখে যেতে চাই। দোয়া রাখবেন..
২| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ, ভাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।