নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তোমায় আমি দেখেছিলাম তাই
বুকের মাঝে তোমার গন্ধ পাই,
তোমার নামের শব্দে ভিজে ভিজে
হারিয়ে গেছি নিজের ভিতর নিজে-
তবুও আমি তোমার জন্যে খুঁজি
ভুলে যাওয়া কোন গানের সুর
তোমার ভীষণ জ্বরের কারণ বুঝি
কেন তুমি রয়েছ এত দূর!
কেন তুমি ভাবলে এত কিছু,
কান্না পাওয়া কন্ঠে কেন হাসি?
তোমার জন্য হতেই পারি নীচু
কারণ শুধু- তোমায় ভালবাসি।।
২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কবিতার আকার আরও বড় হলে কেমন হবে, রাজীব ভাই?
৪| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৬
ঝিগাতলা বলেছেন: খুব সুন্দর কবিতা । ভালো লাগলো। ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনাকেও ধন্যবাদ..
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
ম্যাড ফর সামু বলেছেন: ছন্দের দ্বন্দ্বে
কবিতার ছন্দে
পুলকিত হৃদে
মজায় আনন্দে!