নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
নির্মম সত্যের কুঠারাঘাতে ছিন্ন স্বপ্নমালা,
রাতের কোমল জগতে সন্দিঘ্ন নয় তবুও
পূর্বেকার বুকচেরা ভোর আর উষ্ণতাও
আজ মনে হয় অনন্ত পথের জ্বালা।
আজ এতটাই দুঃখবাদী আমি আর যমুনা
দুজনেই যেন দু’জনের জগতে নমুনা।
প্রেম নয়, প্রেমহীনতাও নয় ক্ষোভ সেসব
আলোকের এক প্রশ্নবোধ, সংবিধিবদ্ধ উৎসব।
তবুও ক্লান্তির পর পূর্ণতার বদ্বীপে জেগে
সাগরে ও মেঘে শব্দে প্রদীপ এঁকে-
আমরাতো এক শিল্পীর হাতে এসে
আকাশ হয়েছি ভালোবাসা ভালোবেসে।
১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।
২| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৯:০০
রাতুল_শাহ বলেছেন: শুরুটা বেশ লাগলো। কিন্তু শেষের ২ লাইন ঠিক বুঝতেছি না।
১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। অবোধ্য ব্যাপার অনেক সময় বেশি আনন্দ দেয়। আমি তাই, কোন কিছু বোঝার চেয়ে অনুভূতির প্রাধান্য বেশি দেই।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।