নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আর কতবার ঘাসফুল আর জবা হবে?
আমি তোমকে কোনদিন চিনি নাই-
জামের কচি উল্টাসিধা পাতার ধার হয়ে রবে?
তারপরও খুঁজে পাই, তবুও ভালবেসে যাই!
এক অন্তর্ঘাতী বয়ানে অন্ধ-বোবা মৌমাছিদের
ঘুম ভেঙে গেলে আজ ভোরের বাতাসে মিশে-
লাল টুকটুকে থোকাথোকা অজানা এই ফুলেদের
জ্যান্ত বিছানায় শুয়ে ভাবি; ওরা বুঝি সব মিছে!
আমি হয়তো তোমার নামের শিউলি-বকুল
হতেও পারি একদিন, এই ভেবে শ্বাস নিচ্ছি-
পৌষ দিনের গন্ধে ছড়ানো আমাদের মাস্তুল
পৃথিবীর সব স্নিগ্ধ প্রেমের মত এঁকে দিচ্ছি!
আমরা তবে সাগর তলের জলের সাপ?
আমদের জিজিয়ায় ভেসে গেছে স্বর্গ,
সেদিনের শোক-তাপ, ভাতের অভাব-
মনে কি রেখেছো, কে কাকে দিত অর্ঘ্য!
২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুকরিয়া।
২| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চেষ্টায় আছি আরও লেখার। দোয়া করবেন।
৩| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগল আপনার তন্দ্রাহত।++
অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনাকেও আমার পক্ষ থেকে শুভকামনা।
৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৪০
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মনের কথাগুলো গুছিয়ে লেখার চেষ্টা করেছি।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন।।