নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বিষাদ পুষে রাখি

২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

অন্য এক শ্লোগান খেলা করে ধমনীতে,
সেই ঘৃতনদীতেই আমাদের আবগাহন-
তবু বুঝবার ভার পরেছে বোঝার বোঝাতে
মরুচারী কবিকুলের পদাঙ্ক অনুসরণ!

সে আমাকে চায় না, চায় না মধুভুবন?
আমি দোসর মরণের, তাই লিখি ছাই
হঠাৎ কিছু ধবধবে শাদা ডিমের মতন
পাথর হয়ে দেখি, একি সে যে আর নাই!

তবু ভাবো, বিরহ বুঝি সেসবের মানে?
আসলে তা অপরূপ বিষাদে শোভিত
আসলে তা মৃদু কথা, বুকের বুক জানে
তার দুয়ারে আমি চিরঅপরিচিত!

সে আমার সুন্দরের চেয়ে সুন্দর,
সে কাকে ছুঁয়েছে মেঘের আবেগে?
সেসব খবর আজও মুছে যাই রাতভর
স্পষ্ট মিনতিতে, উচ্ছাসের বেগে!



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

শুভকামনা জানবেন।

২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:০২

মাহমুদুর রহমান বলেছেন: আপনার কবিতা লেখার হাত ভালো।

২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দোয়া রাখবেন, যাতে আরও ভাল লিখতে পারি।

৩| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা সেই রকম হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনাদের উৎসাহ পেলে, আরও লিখবো ইনশাল্লাহ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.