নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
স্বপ্নবীজ বুনেছি তোমার চোখের কোণে,
চাইলে তুমি বলতে পার যা খুশি আজ-
মনের সাথে মন মিশিয়ে করবে কারুকাজ?
ভিডিও কল দিতেই পার আজকে আমার ফোনে।
আমি জানি তোমার মুখের কতখানি পাঠ?
কতটুকু রাঙা গোলাপ-জবার ফুল?
আজও তোমার চুলগুলো দুলে যায় নির্ভুল?
সোনার জমিন হতেই পারে রক্তচন্দন কাঠ!
তোমার ডাকে ঘর ছাড়ব, ছাড়ব শহর?
তোমার জন্যে আমার বুকের অশ্রুহীতা?
তোমার জন্যে নাভীমূলের এ অসহ্য দীনতা?
ভুলেছ বুঝি দশ আঙ্গুলে হেঁটেছি কতটা প্রহর!
০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
হাবিব বলেছেন: এতো ভালোবাসা যার জন্য সে আপনার হোক একান্ত আপন করে
০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: জ্বী জনাব, ধন্যবাদ। দোয়া চাই।
৩| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!
অনবদ্য।