নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি আঁধার ছুঁতে ছুঁতে তোমায় ছুঁয়ে ফেলি
জলের প্রয়োজনে,
আঙুলেরাও সেদিন তোমায় ছুয়েঁ
যেন শিশিরের উপর মাথা দিয়ে
শিরিষের দীর্ঘশ্বাসগুলোতে,
তোমায় আমায় ঘিরে রেখেছিল।
রাতের বিশ্বস্ততা যেভাবে ভালোবাসার
লাল মেঘ হয়ে ফিরে আসে বারবার-
বিষন্নতার দ্বীপের মতো বিচ্ছিন্নতায়,
সেভাবে পৃথিবীর সব গাছ
এইসব নর্তকীদের বিপক্ষে গেলে-
আমাদের রক্ত অগ্নি হয়ে ঝরবে কবিতায়।
তা যদি নাইবা চাও,
তবে কেন এত প্রসব?
ফসলের অপচয় গান হয়ে
প্রাণে বেজে যায়, প্রাণে ডাকে-
যতকিছু সব ডাহুক হয়ে,
কেন আজও দুয়ারভাঙা ঘরে?
তোমার-আমার ঠাণ্ডা মিষ্টি জলের স্রোত,
দাঁড়ের ধ্বনি-প্রতিধ্বনি-শব্দ-ঘুম-চুম্বন,
সবকিছু আমাদের হাতে
গোলাপ বাগান হয়েছে-
তারপর একটি কবিতার মৃত্যু!
অথচ আমরা শোকাহত নই যেন আজ,
ভুলে গেছি আমাদের বিলুপ্ত সব কাজ!
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।