নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আজও আমি সমুদ্রের উদ্দাম নৃত্য দেখি
পৃথিবীর সব ডাহুক কানে কানে আজও বলে,
ওরা আমায় খুঁজে পায় শাপলা-শালুকের দলে
ঐ গম্ভীর রজনীগন্ধাও দেখা দেয় একাকী;
কী কথা বলে যায় ওরা ভোরের প্রাণে?
আমার অশ্রুহীন কান্নারত কণ্ঠস্বর চুপ
কারণ, আজও আমি তাকে ভালবাসি খুব,
তাঁর বিরহ বেঁচে থাক আমার নিরব গানে।
তৃতীয় বিশ্বে বেদনার মেয়াদ মাত্র তিন দিন-
অথচ কী জীবন্ত মনে হয় রুহের আহ্বান
রাতের পিঠে ভর করে আসে ঈশ্বরের দান
বোঝার বোঝারা জানে কার কতটা ঋণ!
তোমায় ভোলার জন্য শেকল বেঁধেছি পায়,
আর তুমি ঠোঁটে ঠোঁট রেখে বেঁধে গেছ জোট!
আমি ভুলে যাই নাই তোমার বুকে কত চোট,
তারপরও ঐ চোখের তারায় আমি চিরঅসহায়!
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ স্যার...
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুকরিয়া, রাজীব ভাই।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: শেষের অংশগুলো ভালো
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সময়ের অভাবে লেখাগুলোকে শেইপ দিতে পারছি না!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৮
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫
অজ্ঞ বালক বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ..
৬| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। বেশ লাগলো।
২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
হাবিব বলেছেন: সেরাম কাব্য............