নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
একদিন সবকিছু জেগে ওঠবে
আমাদের বেলাভূমিতেও ফুল ফুটবে,
ফুলেদের মস্তিষ্কে অবাক তাকাবো-
যেখানে ঘাসফুলেরা হরিণের মত,
বৃষ্টির রাত হবে পদ্মপাতার গান
দৃষ্টিরা আধো জ্বলে নিভে যাবে;
কুয়াশার খড় দিয়ে গড়া স্বাপ্নিক খাদ্য
নতুন আশা হবে: ঝরে পড়বে
তারপর, সব ফুলেরা আমাদের হবে।
কাকের মিছিলগুলো করবে আহ্বান
বিস্বাদের মনে, আকাশের তারা ছুটবে,
প্রতিজ্ঞালিপি এক শিলারাত্রির মর্মে তখনও
সেখানে লেখা, “শুধু তোমার জন্য.......”
২| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: নির্মলেন্দু গুনের কাব্যমাধুর্যের ধারেকাছে যাবার ক্ষমতা আমার নাই.....
৩| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর খুব সুন্দর।
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দোয়া দরখাস্ত রইল।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৯
পবিত্র হোসাইন বলেছেন:
শুধু তোমার জন্য
-নির্মলেন্দু গুন
তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন,
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শোনার জন্য
দরজার সঙ্গে চুম্বকখণ্ডের মতো আমার কর্ণ যুগলকে
গেঁথে রেখেছিলাম কোনো নির্জন মধ্যরাতে এসে
ডেকে বলবে, এই যে ওঠো, আমি এসেছি, আ-মি।
আর আমি এ-কি শুনলাম, এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশে-ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সেকথা শুধু আমার ঈশ্বর জানেন।
আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোন একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য