নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমিও ঘুমিয়ে ছিলাম, পৃথিবীর প্রস্থ বরাবর
তারপর এক সময়, ভেজা আলোয় পা ডুবিয়ে
অনেক দিন-রাতের শেষে এক বিন্দু অবসর
এসেছে এখানে, জীবন নদীর মত গুটিয়ে।
বারবার বসেছে সে জাহাজের ইঞ্জিনের উপর
তার মুখে অন্য আরেক মুখ আছে লুকিয়ে!
হায় আমার ক্লান্তিকর তাকিয়ে থাকা বিকেল বেলা,
নৈশব্দে পুড়ে যাওয়া ফুসফুসের স্মৃতির ডায়েরী-
কেন এই হিমঘরে এনেছিলে সেদিনের অবহেলা?
গতিহীন জীবন, স্তব্ধতায় মৃত্যুর বুকভরা আহাজারি!
যুগে যুগে আমরা অন্ধত্বকে মেনেছি পৃথিবীর ভেলা।
©somewhere in net ltd.