নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমি

১১ ই মে, ২০১৯ দুপুর ১:৪৬

আজো জীবন মানে, তোমার ভরাট দু'টি চোখ,
দুপুর মানে, তোমার শরীরে রয়েছে আমার শোক।

পৃথিবী মানে, সন্ধ্যা বেলার বিষন্ন বৈদগ্ধতা,
বুকে-পিঠে তোমার হৃদয় বহন করার উষ্ণতা।

তোমার জন্য হয়েছি আমি, একলা আমি খুব,
তোমার হৃদয়ে, তাইতো সেদিন দিয়েছিলাম ডুব।

অত গভীর কখনো নয়তো সাগরভেজা তল
তারচেয়ে অনেক বেশি, আমার দুই নয়নের জল।

আজও আকাশ মানে, তোমার জন্য প্রেম,
ঘুম মানে ত্রিশুলবিদ্ধ নীল আকাশের ফ্রেম।

ছবি মানে তুমি ও তোমার ঠান্ডা হাতের জল,
ছন্দ মানে, দীঘল চুলের নৃত্য অবিরল।

আমি ছিলাম তোমার প্রেমে অন্ধ মৌপোকা,
হঠাৎ তুমি করলে আমায় আঙ্গুর থোকা থোকা।

আমার মাঝে ছিলাম আমি নিরব নিশ্চুপ
তোমার মাঝে হলাম আমি বেদনাবিধুর খুব।

আজও কথা মানে, পিপাসা আরো হোক,
সময় মানে তোমায় ভেবে হারিয়ে ফেলা শ্লোক।

কবিতা মানে, ফুল বাগানে কাঁটাঘেরা এক দেয়াল
তুমি মানে, মৃদু বাতাসে অদ্ভুত কিছু খেয়াল।

লাল টুকটুকে ওড়না মানে তোমায় জাপটে ধরা,
ফুল মানে, ঐ শঙ্খচিলের আলোয় ভুবন ভরা!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৯ দুপুর ২:৪৪

পবিত্র হোসাইন বলেছেন: বাহ ! দারুন

১২ ই মে, ২০১৯ বিকাল ৪:৩২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।

২| ১১ ই মে, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবা।।

৩| ১২ ই মে, ২০১৯ রাত ২:০৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ভিজে গেলাম আপনার কবিতায়। আমি যদি এভাবে কোনদিন লিখতে পারতাম। কেন যে কবিতা লিখতে গেলে ছন্দ মিলাতে পারি না।

১২ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: খুব ভাল লাগে কবিতায় থাকতে। যদি আজীবন থাকতে পারতাম!

৪| ১২ ই মে, ২০১৯ রাত ১১:২০

মাহমুদুর রহমান বলেছেন: মনোহর কবিতা।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:১৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১৩ ই মে, ২০১৯ ভোর ৪:৩৩

অজানা তীর্থ বলেছেন: বুঝলাম এক ডুবেই সব শেষ। ভালোই লিখেছেন, লিখতে থাকুন।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:১৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.