নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য এলিজি

১২ ই মে, ২০১৯ বিকাল ৫:২৪

হার মানা হার দিলাম তোমায় দিলাম রাণী-
তোমার কাজল-কালো চোখের ভাঁজে
রয়েছে আমার প্রেমের অমিয় বাণী।

তোমার মনের, ঐ না মাধবী বনে,
আজও হারাই সকাল-সন্ধ্যা মাঝে,
হারিয়ে যাই বৃষ্টিস্নাত ভীষণ সন্ধিক্ষণে।

সাঁতার জানিনা বলে- সবাই করছে কানাকানি,
কৃষ্ণচূড়ার গভীর মূলে মরণ ঘ্ণ্টা বাজে,
কালো কাফনে আত্মা সাজায়, বুকের আতরদানী।

ভালবেসে তাই নাম দিয়েছি সৃষ্টি,
তোমার সকল মেঘবারতা আঙুলের খাঁজে খাঁজে-
তুমিই আমার সকল গানের সুরের দূরদৃষ্টি।

আকাশ আমায় দেয়নি সেদিন প্রেমাস্পদের আদর
তুমি আমায় ওঠালে যেদিন ফণাতোলা এক জাহাজে
সেদিন তোমার স্রোতের ধ্বনিতে শ্রাবণ হয়েছে ভাদর।

আমি এখন চাঁদ না দেখে তোমায় দেখি শুধু,
যত দেখি, তত লুকাও নীল আঁধারের সাজে
তোমার আমার গল্পগুলো মরুর বুকে ধু ধু!









মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৯ রাত ৯:১২

নজসু বলেছেন:



সুন্দর রোমান্টিক কবিতা।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:২২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চেষ্টা করেছি।

২| ১২ ই মে, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:২২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
এই শহরের আজ কতদিন যাবত কোন বৃষ্টি নেই।আচ্ছা সহসা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি?

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:২৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।খুব শিঘ্রই বৃষ্টি আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.