নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
সত্যিই আমার পুরুষ হৃদয় প্রেমিক হতে চায়,
গতিই একদিন সজীব হবে কি অবুঝ বেদনায়?
কৃষিকাজ না জেনেই তোমার প্রিয় ফুল ফোটাবো,
কী হতে কি হয়ে যাবে-আর তোমায় গান শোনাব!
নিয়মবিহীন লিখবো তোমার জন্য অদ্ভুত সব বসচা,
সুর না এলে তোমার পায়ের দিকেই আমার ভরসা!
তোমার হাসির জন্য খুনী হতে গিয়ে হয়ে যাব সাপ,
তোমার ইচ্ছের মূলে দুটি খুটি গেঁড়ে হবো অভিশাপ।
ও আমার স্বর্গের রাণি, মর্ত্যে কেন এসেছ তুমি?
দ্রুত চলে যাও ওগো আমার হলদে বনভূমি।
ভুলের আবর্তে বকুল গন্ধ মাখা শূন্য কল্পনায়,
কিছু ক্ষুদ্র অন্যায় ধুর্ত বক হয়ে ঠোকরায় তোমায়?
মিহি সেলাইগুলো একদিন ইপ্সার পিপাসায় কাঁপতে থাকবে-
এইসব তুমুল ডাকবাক্স, সেখানেও তোমাকেই আঁকবে।
আশা ছাড়বে না, ছাড়বে না সেই প্রেম, বিকৃত সঙ্গীত
ছুঁয়ে তোমায় অথবা ছেয়ে থাকা শিশির-হিম-শীত।
গণিতের তীব্র চিৎকার ছিঁড়ে ব্যাকুলতায় সে হবে বখিল
নীল পলক, ভ্রু সঙ্গম, পাপের রাজত্বে করবে কিলবিল।
মিছিল থেকে মিছিলে দুইয়ে মিলে হয়ে যাব সূর্য-শশী
তখন জেনো, কেন মানব জন্মের মুসকিলে হয়েছো উর্বসী!
ঝকঝকে তরঙ্গ দোলায় বিশ্বটাকে মনে হবে তাত্ত্বিক স্বর্গ-
সামান্যই এই আত্মদান অসামান্য হয়ে হবেই উৎসর্গ।
১৫ ই মে, ২০১৯ সকাল ৭:৪৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এডিট করে দিয়েছি।
২| ১৫ ই মে, ২০১৯ সকাল ৯:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো +++
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:০৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।
৩| ১৫ ই মে, ২০১৯ সকাল ৯:৫৭
পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ ! প্রিয় ফুলের নাম বলুন
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:০৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। প্রিয় ফুল শিউলি।
৪| ১৫ ই মে, ২০১৯ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:০৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৫| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:০৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৬| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১৭
মেঘ প্রিয় বালক বলেছেন: সত্যিই আমার পুরুষ হৃদয় প্রেমিক হতে চায়,
গতিই একদিন সজীব হবে কি অবুঝ বেদনায়?
আপনার কবিতার এ দুটি লাইন মন কেড়েছে আমার।
দোয়া করবেন,যেন আমার পুরুষ হৃদয় প্রেমিক হতে পারে কোন একদিন।
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:১৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। শুভ ভাবনা নিরন্তর।
৭| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:১৫
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
১৬ ই মে, ২০১৯ সকাল ৮:১৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৯ সকাল ৭:২১
ল বলেছেন: আত্মদান দান লাইনটা এডিট করলে ভালো হবে।। রিপিটেড শব্দ মনে হলো।।।