নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অনড় সন্ধ্যায়

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৭


আলোর বৃক্ষ, না'কি সবুজ অন্ধকার,
কোনটা চাই তোমার-আমার?
নাকি ফুল হয়ে আঁকবো বৈশাখ?
কুলহারা কবি আমি: হাতে হাত থাক?
কবিতার মত কিছু সবুজ ছড়াক।
ভুল করে ভালবাসবে কি বারবার!
কী বললে? দরকার নেই আর?

যে যার অসহায়ত্ব মাঝে বাঁচুক তবে-
কার উত্তর শ্রাবণী যাচে কে কবে?
কোন ঘ্রাণে তবে মাতোয়ারা ছিলে তোমরা,
বিচিত্র ভংগিমায় যে ভাঙছিলে আড়মোড়া!

বিশ্বাসের অসম্মান আরো হোক নিরবে,
অবশ্যই আবেগের নির্মম পরাজয় হবে!
জীবন মানে কি তবে শুধুই প্রেম আর মেয়ে মানুষ,
একজনের মুখে লুকানো আরেকজনের মুখোশ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:২১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রথম আলো। :)
মন্তব্য এ্যালাও আছে তাই লেখার ইচ্ছা দেখা দিয়েছিল।

ভুল মানুষের মন্তব্যে যেটুকু ফাঁকা আছে কবিতার বুকে সেটুকুতেই কবিও পাবেন উপহার, যার জন্য তার প্রতিদান।

১৮ ই মে, ২০১৯ রাত ১০:১৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতার শিল্পী আপনি।
দেখি আপনার এ কবিতার বিরুদ্ধাচরণ করতে পারি কিনা।
দোয়ার দরখাস্ত রইলো।

১৮ ই মে, ২০১৯ রাত ১০:১২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অবশ্যই দোয়া করবো।

৩| ১৮ ই মে, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আজ আমি একটা কবিতা লিখব। যদিও আমি কবিতা লিখতে পারি না। তবুও কবিতার মতোন কিছু একটা লিখব। অবশ্যই পড়বেন।

১৮ ই মে, ২০১৯ রাত ১০:১১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।অবশ্যই পড়বো। কবিতাঘেষা লেখা ছাড়া আমার কিছুই পড়তে ইচ্ছা করে না। বলেছেন বলে আবারো ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪৮

মেঘ প্রিয় বালক বলেছেন: অনড় সন্ধ্যায় ২ এর কবিতা পড়ার দাওয়াত দিলুম ।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: পড়লাম। ভাল লিখেছেন।

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:২২

মাহমুদুর রহমান বলেছেন: আবেগ নিয়ন্ত্রন করা উচিৎ।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুম, ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.