নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

মা

২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২

যতদূর দেখা যায় এই মহাবিশ্বে,
শত ক্রোশ পথ পাড়ি দিয়ে দৃষ্টির অভিলাষ
মা'কে দেখেই শেখা।

সৃষ্টির অর্বাচীন পথ কিংবা
নব নব বিজয়ের রথ-
সবকিছু মায়ের অশ্রুশূন্য ফসলের লেখা।

সেখানে কেউ ফুল দেখুক, কবিতা পড়ুক
আর গল্প, সবই মায়ের বন্দনার ছন্দে,
মুক্তির আলোকরেখা।

মা-মাতা-জননী যে নামেই ডাকুক কেউ,
এক সতেজ অনুভব, নিবিড় আদর-
দু হাত ভরে দিতে সদা প্রস্তুত।

যেন ইভ কিংবা আদমের চেয়ে গভীর
এক সৃষ্টিতত্ত্ব নিয়ে মহাবিশ্বকে করেছে
অনবদ্য, অনাস্বাদিত, অদ্ভুত।

যার মুখে ঐশ্বর্য আর ভালবাসার খনি
লুকিয়ে আছে খুব মমতায়
কার কাছে সে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করে!

আমিতো চিরদিন সেই কোলে শুয়েই
বিশ্রাম নিয়েছি, বারবার জন্ম নিয়েছি
ঢলে পড়েছি লতার মত।

জড়িয়ে ধয়েছি অবশেষে মায়ের বুক,
শেষ হয়ে গিয়েছিল
আমাদের রক্তের অসুখ।

সেই রূপে রূপময় হলো আকাশের সব তারা,
সেই মায়ের সুর নিয়ে চলি
মুখরিত জীবনে চলার পথে।

সেই শরতের আকাশে গিয়েছি আমরা
মায়ের চরণ দুটি ছুঁয়ে,
যে চরণে স্বর্গের মত দীর্ঘশ্বাস!

কিন্তু স্বর্গের সাতটি ধাপ পার হয়ে
যখন অষ্টম ধাপে পা রাখব,
তখনই চলে আসি মায়ের কোলে!

এর চেয়ে উন্নত কোন বোধ পাই নাই,
এই পৃথিবীর পথে হেঁটে
সেসব কথার ঝুড়িতে যুদ্ধে বা প্রতিশোধে।

মা মানে পৃথিবীর সব ফুল
মা মানে মায়ের ভালোবাসা
মা মানে একান্ত নির্ভুল।

পৃথিবীর সব হারিয়ে যাবে
থাকবে শুধু মা
ত্রিভুবনে সব আছে, নেই মায়ের তুলনা।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২০ শে মে, ২০১৯ রাত ৮:৩৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ২০ শে মে, ২০১৯ রাত ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো লিখেছেন। শুভকামনা রইল।

২১ শে মে, ২০১৯ ভোর ৫:১০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৩| ২০ শে মে, ২০১৯ রাত ১১:৪৩

সাহিনুর বলেছেন: অসম্ভাব সুন্দর একটি কবিতা

২১ শে মে, ২০১৯ ভোর ৫:১১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবা।

৪| ২১ শে মে, ২০১৯ রাত ১২:০৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ত্রিভুবনে সব আছে, নেই মায়ের তুলনা। লাইনটির প্রতি চিরস্থায়ী ভালবাসা রেখে গেলাম

২১ শে মে, ২০১৯ ভোর ৫:১২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দিন শেষে দেখা যায়, যার মা নেই, তার কোন আশ্রয় নেই।

৫| ২১ শে মে, ২০১৯ রাত ১:৩৭

মুক্তা নীল বলেছেন: খুব সুন্দর কবিতা। আসলেই সব হারিয়ে গেলেও, মায়ের ভালোবাসা কখনো হারায় না। অসাধারণ +++

২১ শে মে, ২০১৯ ভোর ৫:১৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এই ভালোবাসায় স্বার্থের কোন ব্যাপার নাই।

৬| ২১ শে মে, ২০১৯ রাত ১:৩৯

পথিক প্রত্যয় বলেছেন: বেশ কিছুদিন মা'র সাথে কথা বলি না

২২ শে মে, ২০১৯ রাত ৮:০৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মায়ের সাথে কথা বলা পৃথিবীর সব থেকে অয়ানন্দদায়ক।

৭| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২২

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল মুগ্ধকর কবিতা।

২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.