নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

পাখিদের কথা

২৩ শে মে, ২০১৯ সকাল ৭:৫১


চারটে পাখি ডিম পেড়েছে কাল রাতে
স্বচ্ছ হীরের মতো ডিমের খোসা
ডিম ধোয়া জল আজ বর্ণবাদীর হাতে
আরও আছে সাথে শত বর্ষের বোঝা।

হাত থেকে তার হাত পড়েছে খসে
পাপ থেকে পাপ ছিঁড়ে গেছে হায় ঋণে
উত্তেজনায় হাড়ের ষাঁড়ে দিচ্ছে সে সব ঘষে
সোনার কাঠি, রূপার কাঠি নিচ্ছে ওরা চিনে।

চারদিকে যায় চারটে পাখি খুব ভোরে
চন্দ্রহারা ছন্দ কিনে সাইমুম ঝড় এলে
একটি পাখি খাঁচার ভিতর ডাকছে অনেক জোরে
একটু ঝড়ের বিষাদ নিয়ে ওপারে যায় চলে!

তিনটে পাখি ফিরে এসেছে নীড়ে
পাখার ভিতর প্রেমের ক্ষুধা উঠছে তখন কেঁপে
কেউ দেখনি ডিমগুলো সব আকাশ ছুঁয়ে ধীরে
চৌষট্টিটি ছানা এসেছে সময় মেপে মেপে।

দশটি পাখি নাম জানেনা নিজের
মৃত পাখির ছানাগুলো ইচ্ছে নদীর তীরে
কেউ দেখে না পালক ঝড়ে ওদের
চুয়ান্নটি তিন ভাগে ভাগ হচ্ছে ওদের ঘিরে।

হাজার গানে মগ্ন ওরা সেই সে উপবনে
মা পাখিরাও আসছে দেখ গভীর জলের তলে
রঙিন ডানার ছানাগুলো গুনছে জলের মনে
দশটি পাখি খুব একাকী হাঁটছে মরুস্থলে।

দশটি পাখি ওড়তে ছিল না মানা
কার্তিক আর ফাগুন মাসের জীবন ছিল জানা
চোখগুলোতে মায়ের বুকের মতই ছিল ডানা
তবুও ওরা আর উড়ে নি কোন সে শোকের হানা?



মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালোই তো।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০১৯ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি
শুভকামনা

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপু।

৩| ২৩ শে মে, ২০১৯ সকাল ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: পড়তে ভালো লেগেছে।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০১৯ সকাল ১১:১৯

তাসনুভা রায়া বলেছেন: চমৎকার হয়েছে

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আবেগ থেকে লেখার চেষ্টা করেছি।

৫| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: গভীর ভাবনার কবিতা।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:০৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আহ্,,,,,বরাবরের মতই মুগ্ধতা।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দোয়া করবেন।

৭| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা।
আমি নিজে কবিতা লিখতে পারি না। তবে কবিতা পড়তে বেশ লাগে।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে, রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.