নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

নিরবে নিভৃতে

২৫ শে মে, ২০১৯ রাত ১২:১৯


আগামী ডাকছে তোমায় বিষন্ন সংগীতের মতন
নুয়ে পড়া ফুলগুলো তোমার ছোঁয়ায় পেয়েছে নতুন জীবন
পাখিরাও এসেছে আরও কাছে, নবীন ধোঁয়ার ছন্দে
তোমার চিরঞ্জীব নিঃশ্বাস আজ বাজে মৃদুমন্দে!

তুমি বলেছিলে, আকাশে আমাদের ভালোবাসা যত
আঁখি তুলবে একদিন, ঘাসের শীষের মতো-
সেদিন তুমি বলেছিলে, সব কবিতা আমাদের জন্য
ধ্রুপদী সত্যেরা গড়ে তুলবে সাগর-পাহাড়-অরণ্য।

আজো তাই, শুধু তোমায় ভালোবেসে যাই
তোমার মিষ্টি কণ্ঠে আমি জড়িয়ে থাকতে চাই
কিন্তু ঝড় এলে আজও বুকে সেই একই উন্মাদনা
সংশয় আর প্রযোজিত চিত্রকলার যন্ত্রণা।

ভয় আর ভীষণ ব্যগ্রতায় চিৎকার,
অথচ, ফিসফিস ছাড়া আর কিছু নেই দেবার!
হে মহাকাল, সাক্ষী থেকো শতবার-
আমায় ক্ষমা করার অধিকার শুধু প্রিয়ার!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৯ রাত ১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে মহাকাল, সাক্ষী থেকো শতবার-
আমায় ক্ষমা করার অধিকার শুধু প্রিয়ার!

............................................................................
প্রিয়ার ঠোঁটের একটি চুম্বন হতে পারে,
সহস্র যোজন ভালবাসার তরঙ্গ সম

..................................................

২৫ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ, কবিতাটা মন দিয়ে পড়ার জন্য।

২| ২৫ শে মে, ২০১৯ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: আমি যদি কবিতা লিখতে পারতাম!!!

২৫ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কবিতা লেখা খুব সহজ যদি তার পেছনে কোন কারণ থাকে।

৩| ২৫ শে মে, ২০১৯ রাত ১০:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে যায়
গাঙচিলের ডানায় ভর করে
আলতো গালে, ঠোঁটের বাহারী কারুকাজ
আমি হই তাতেই শিহরিত,

.....................................................................
আমার কবিতার কিছু অংশ ।

৪| ২৬ শে মে, ২০১৯ রাত ১:৩৩

জাহিদ অনিক বলেছেন: আমায় ক্ষমা করার অধিকার শুধু প্রিয়ার-- দারুণ

২৬ শে মে, ২০১৯ রাত ১১:১৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে মে, ২০১৯ রাত ১:৫৬

মুক্তা নীল বলেছেন:
সত্যিকারের ভালোবাসার একপিঠে বিশ্বাস ,অপর পিঠে ক্ষমা ।

খুব ভালো হয়েছে আপনার কবিতা।

২৬ শে মে, ২০১৯ রাত ১১:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:৩৮

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনি আপনার কবিতা লিখার গোপন দিক গুলো যদি হাতে কলমে বলে দিতেন,তাহলে আমিও আপনার মত লিখতে পারতাম।

২৬ শে মে, ২০১৯ রাত ১১:১৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনার দোয়ায় আমাকে রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.