নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তুমিহীন আমি

২৮ শে মে, ২০১৯ রাত ৮:২০


মৃত নদী জাগে সব ভুলে এখানে,
শূণ্য থেকে ঝরে পড়ে সময়-
গ্রীক পদ্ধতিতে নিয়মের আত্নহত্যা
বিবেকের মৃত্যু কিংবা পরাজয়
অথবা, মশালবিহীন সেই রাত!

এই দেশ ছিল আমার স্বপ্নের মত
সবাই কথা রাখতো প্রতিদিন-
এখনো খুব মনে পড়ে সেসব কথা
ছোট বড় বিস্মৃতির সহজ সংকলন
এই ছায়াবীথি মন ভরে দিত যথাতথা।

ভাবছি আমি যাকে অনেক আশায়
সে যে ভূমিহীন বাতাসের মুখে
সুতো খুলে দাঁড়িয়ে আছে চুপ
আমার গানের উপরে সে ছিল
ব্যাকুলতা জেগেছিল খুব!

সে চলে গ্যাছে বলে থেমে আছি
মৌমাছিরাও আসে নি কোন দিন
এমনকি দু'শ কোটি দিন হাসি নি
কারো হাতে কখনো রাখিনি হাত
কাওকে বিশ্বাস আজও করি নি!

জানি না গিয়েছ চলে কত দূরে
নিয়ন্ত্রিত রাতগুলো বিক্ষুব্ধ হয়ে গ্যাছে
কোন সে আকাশে এঁকেছ প্রতিলিপি?
আমি অন্য নিবিড়তা রেখেছি দেখ-
কিন্তু প্রেমে ভুগছি আজ দারুণ হিবিজিবি।










মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আমার মতই অবস্হা আপনার কবিতার। দুজনই ভুগছি।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মন ভুল ঠিক বোঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.