নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
ও আমার সাধের বাড়ি ভেংগে গেল রে,
এক সর্বনাশা ঝড়ের পাষাণ বাতাসে।
দিন চলেছে রাতের খেয়া তরী বেয়ে রে,
ঋণের বোঝা বেড়ে গেছে আমার আকাশে।
ওরে ও দরিয়ার মাঝি, খেলছ কানামাছি?
আমি আজও আছি সেই সে রূপের তালাশে,
মধুর বাঁশি বেজে যায় রে বুকের কাছাকাছি-
সেই সুরে আজ তারেও কাঁপাই বুকের উচ্ছ্বাসে।
ওরে ও দরিয়ার ঢেউ, দেখেছিস তোরা কেউ-
স্বর্ণ বরণ কন্যা আমার ডুবে গেছে জলে রে,
মাছের মায়ে ডাইনে বায়ে আসে রাত্রি দুপুরেও-
দুপুর গড়ায় সন্ধ্যা বেলায়- কন্যার কথা বলে রে।
কন্যা আমার, দুধের ভেতর ডাইনে বায়ে ভাসে রে-
আঙ্গুর ফলের বুকের ভেতর ধিকি ধিকি আগুন জ্বলে,
সোনার আলোয়, সেই আগুনে কন্যার ছায়া হাসে রে,
টাপুরটুপুর বৃষ্টি পড়ে ঐ আমার চোখের ফুলে ফলে।
ওরে ও দরিয়ার কন্যা তুমি কোথায় হারালে গো
যাও তবে চলে, সবকিছু ভুলে ভিজে ঠান্ডা হাওয়ায়-
শুধু একবার দেখা দিও তুমি নীল স্বর্গের পাড়ায় গো
ইচ্ছা না হলে নাই দেখা নাই এই জীবনের বেলা অবেলায়!
০১ লা জুন, ২০১৯ সকাল ১০:১৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০১
মেঘ প্রিয় বালক বলেছেন: রূপকার, কবিতার রূপকার। দুপুর গড়ায় সন্ধ্যা বেলায়- কন্যার কথা বলে রে। পছন্দের একটি লাইন।
০১ লা জুন, ২০১৯ সকাল ১০:১৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।