নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আত্মপ্রেম

০২ রা জুন, ২০১৯ দুপুর ২:৩৩


আমার হাড়গুলো পুড়ে যাচ্ছে এবং আমার চোখ
ঠান্ডা-শীতল বরফের মতো গলে যাচ্ছে শোক।
আমি মারা যাচ্ছি বলে তুমি নিরুদ্দেশ হবে আজ
নেশাতুর হৃদয় থেকে জেগেছে কি কালের জাহাজ?
ম্রিয়মান সমুদ্র থেকে উপচে পড়া প্রেমের স্মৃতিস্তম্ভ,
ভালোবাসা আর সূর্য আস্তমান, তবু প্রেমিকার দম্ভ
ঘাসফুলের মতন জীবন নিয়ে হয়ে গেছে কোন গান
আশার সর্বনাশা গেয়েছে আজ- দূর আকাশের ঘ্রাণ।

তবু আজ এই গহীন বনের স্তনে রয়েছি ঘুমিয়ে
পৃথিবীর কাল্পনিক সময়ের অতিক্রান্ত ঘুঘু নিয়ে
এসে ছবির মতন নাকে তার ধীরতর কোন বোধ;
সুবাস ছড়িয়ে এক মাঠে এঁকেছিল প্রতিশোধ।

আমি চিরকাল ভালোবেসে গেছি তবু্ও ব্যস্ততায়
অনেক জেগেছি রাত মৃদুমন্দ-মিষ্টি আবহাওয়ায়।
ডুবে গেছি গভীরতর এক বিস্মিত মূহুর্তের পর
শূন্য পাত্রের ভারে কেটেছিল সেসব অবসর,
ধুলো হয়ে চাঁদছাড়া রাতের মতন যেতো ভিজে,
কিছু কথা তোমায় বলি আর কিছু নিজে নিজে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:১০

সাকলায়েন শামিম বলেছেন: চমৎকার হয়েছে ভাই

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। খুব সুন্দর।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৪:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৩ রা জুন, ২০১৯ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লেগেছে আপি

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:০৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপু।

৪| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:০১

মেঘ প্রিয় বালক বলেছেন: বরাবরের মতই মুগ্ধ হলাম কবির কবিতায়।

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:০৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.