নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তোমার চোখের কোণে আমার প্রেমের মূল্য লেখা
এ জীবন চিরজীবন তাই, তোমার সাথে হলো দেখা
হয়েছে অনেক জানা প্রেমের প্রাণের সুরে একদিন
বিবর্ণ স্পন্দন হয়ে অভ্যাগত হয়েছি আমরা চিরদিন
এখানে মাটির উপরে ঘাসের মতন দেখেছি অনেক আকাশ,
হৃদয় মরুতে চিৎকার করে যেতো অস্পষ্ট গম্ভীর প্রশ্বাস
যেন পদ্মের মত স্থিরতর, তবুও এক বুক কোলাহল
আমি দেখেছি আরেক তৃষ্ণাভরা রাত জোছনায় টলমল
সেখানে ছিলে তুমি হাজার বছরের সঞ্চিত প্রেমের রাণী
তোমার আঁখিপল্লব ছিল আমার পদ্যের শ্রেষ্ঠ আতরদানী।
অথচ, আজ তুমি কত দূরে বিমনা বসে আছো উষ্ণতর স্তরে
আমি ফিরে যাই অনিবার উন্মনা মেঘেদের সাথে নীল ঘরে।
আজ থেকে শত যুগ পরে মনে পড়ে যদি অন্য নিষিদ্ধ এক ফল
নরম ঢেউয়ের মতো ভেসে আসবে কি আমাদের বিচ্ছেদের অশ্রুজল?
তখন কতক্ষণ জড়িয়ে থাকব বল তোমাকে এই আমার বাহুডোরে?
ভালবাসায় জুড়িয়ে থাকা সন্ধানী চোখ আজও বিদ্যুতের মত ঘোরে।
সে দান কোনদিন ফুরাবে না, যেন কবেকার কোন ডাহুকের গান,
শুনে শুনে কেটে যাবে সহস্র রাত জাগা আমাদের মান-অভিমান।
২| ০৬ ই জুন, ২০১৯ রাত ১২:১০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মোবারক।
৩| ০৬ ই জুন, ২০১৯ দুপুর ১:৪২
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
০৭ ই জুন, ২০১৯ রাত ১১:২২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
বৃষ্টিস্নাত ঈদ মুবারক
ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা । ঈদ আনন্দময় ও ঝলমলে হোক ।