নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অসীম শূন্যতা

১০ ই জুন, ২০১৯ রাত ১:৩৫


তোমাকে ভুলে গেছি আমি শত সহস্র বার
তবু্ও তুমি ফিরে এসেছ এখানে কত বার?
এই যে রূপালী জ্যোৎস্না রাতের চাঁদে
ব্যথাতুর কে যে হরিণের মত কাঁদে!

যেখানে তুমি-আমি বলে কিছু নেই
হারিয়ে গেছে সব আমাদের অজান্তেই
বছর ফুরিয়ে যায়, ফুরায় জীবনের সাধ
আমাদের বুকে বেজে ওঠে কত কী অপরাধ!

শীতল সমুদ্রের মত কিছু কি নেই বাকি,
আছে কি স্বর্গীয় কিছু অনুভূতির চালাকি?
ফিরে যাই যে যার দিকে আমরা দু'জন
ক্ষীণ মনে হয় যেন আজ হৃদয়ের দহন।

এমনতো কথা ছিল না কোন দিনের পর
আমাদের চির অপরিচিত এই মাটির উপর
আমি আজ চারিদিকে, সবুজ সতেজ ছবি
যে দিকে তাকাবে দেখবে শুধু বিষন্ন এক কবি।

এসবের অবসান কোন দিন হয় নি, হবে না
এ অসীম মরুভূমিতে মিলন কাহিনী রবে না
শুধু বিবর্ণ চিঠি আর নীল খামের কাহিনী ছাড়া
কে কবে দিয়েছে মৃত বুকে প্রেমের পাহারা?

আমি বরং বয়ে যেতে চাই ঈশ্বরের অদৃশ্য বোঝা
যেন বিশ্বাস আর আলিঙ্গনের মতই সবকিছু সোজা
তারপর জানালা খুলে রাখতে চাই এক দিন এক রাত
স্বপ্নের মত যদি মিলে যেত দুজনার দুটি শূন্য হাত!





মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৯ রাত ১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারপর জানালা খুলে রাখতে চাই এক দিন এক রাত
স্বপ্নের মত যদি মিলে যেত দুজনার দুটি শূন্য হাত!

...............................................................................
এত কিছুর পরও গোপন প্রত্যাশা...........হা হা হা

১১ ই জুন, ২০১৯ রাত ১১:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: গোপন প্রিয়ার চাতক চাহনিতে বুঁদ!!

২| ১০ ই জুন, ২০১৯ রাত ২:০৪

মুক্তা নীল বলেছেন:

স্বপ্নের মত যদি মিলে যেত দুজনার দুটি শূন্য হাত ---
মিলবে মিলবে। চমৎকার চাওয়া ।

১১ ই জুন, ২০১৯ রাত ১১:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হয়, এই আর কি!

৩| ১০ ই জুন, ২০১৯ রাত ২:৫৬

মেঘ প্রিয় বালক বলেছেন: একটি আবেগময় কবিতা থেকে কিছু আবেগ বন্দি করলাম। সময় মতো বন্দি আবেগগুলো মুক্তি দিবো। মুগ্ধ হলাম কবি। শুভকামনা আগামীর জন্য।

১১ ই জুন, ২০১৯ রাত ১১:৩৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।।

৪| ১০ ই জুন, ২০১৯ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্ন ডানা লাগুক দু হাতে । কবিতা সুন্দর হয়েছে ঘুম কুমারী

১১ ই জুন, ২০১৯ রাত ১১:৩৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: বিধাতার মর্জি বোঝা দায়!

৫| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
সহজ সরল সুন্দর।

১১ ই জুন, ২০১৯ রাত ১১:৩৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৬| ১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই জুন, ২০১৯ রাত ১১:৩৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.