নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি সেই প্রেমিক যে বিলীন হয়েছে প্রেমে
নিয়েছে সব গান কণ্ঠে ধরে শতবার থেমে
অশোকের রাজত্ব ছেড়ে ওপারে গিয়ে
বিশুদ্ধ চুমুর গহীনে বিলুপ্ত স্বর নিয়ে
ফিরেছে এখানে শীতের শিষ বাজিয়ে
প্রেমিকার রক্তাভ রাতের ডানা ঝাপটিয়ে
অতি ধীরে ভাসিয়েছে এই স্বাপ্নিক ভেলা
প্রাণের ভিতর ছিল ঘুমন্ত কার ক্ষীন অবহেলা-
সব ভেঙ্গেচুরে দুমড়ে মুচড়ে গিয়েছিল হেঁটে
প্রেমের শক্তিতে এগুচ্ছিল জল ঘেটে ঘেটে
যেখানে লুকায় মেঘের আড়ালে জোনাকি
সেখানে কে এসে ডাকছে তাকে? এ-কি!
তাকে নাও তুমি অন্তত বিচ্ছেদের ক্রুর স্পর্শে
সৃষ্টির অবিনশ্বর পথ খুঁজবে সে তোমার আদর্শে।
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
দশে সাত দিলাম।
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন:
৩| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা আপি।
ভালো লাগলো
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৩৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৩৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৫| ১৮ ই জুন, ২০১৯ রাত ১১:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অশোকের রাজত্ব ছেড়ে ওপারে গিয়ে
বিশুদ্ধ চুমুর গহীনে
....................................................................
পৃথিবীতে বিশুদ্ধ চুমুর কেনো অস্তিত্ব নাই ।
২০ শে জুন, ২০১৯ রাত ১:২৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হতে পারে, আবার না-ওতো হতে পারে।
৬| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৪
ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর ।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৩৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৯ রাত ২:৫৬
মেঘ প্রিয় বালক বলেছেন: আদর্শ প্রেমিকরা কবে প্রেমেরময় নদীতে ডুব দিবে কবি? অপেক্ষায় আছি প্রিয় কবি। আপনার কবিতা সবসময়য়ি ভালো লাগে। শব্দ বাছাইয়ে আপনি অনেক দক্ষ।