নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
কত দিন দেখা নেই, তোমার সঙ্গে
জন্মটা আজ তবু, তোমার অঙ্গে!
শুধু তোমার বুকেই, মমতার জন্য
আমি ছেড়ে গেছি সব, হয়েছি নগণ্য
শন শন বাতাস ঐ, কী জাদুর গান
যমুনার জলে চলে, প্রেমের স্নান;
আমি ছুটে যাই ওগো, তোমার মায়ায়
সেই আকাশের পানে, পুণ্যের ছায়ায়।
তুমি শোন নাই কিছু- নিবিড়তা ভুলে
আমাকে জড়াও নি গো, হৃদয় খুলে
রিক্ত পথ প্রান্তে, দাঁড়িয়ে একাকী
আমি আজও খুঁজছি, বার বার ডাকি
হারিয়েছি বুঝি পথ, সে অপেক্ষাতেই
আমি হাঁপাচ্ছি রোজ, গিয়ে দেখি নেই।
২৪ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সনেট লেখার চেষ্ট করেছি ভাই। আরেকবার চেক করে দেখেন।
২| ২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:৪২
মেঘ প্রিয় বালক বলেছেন: কবি কোথায় হারিয়ে গিয়েছিলেন এতোদিন? খুজতে খুজতে আমি হাপিয়েছি রোজ।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: একটু ব্যস্ততায় আছি।
৩| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৫
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতায় আপনার আবেগ ফুটে উঠেছে।