নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
নদীর জলে আঁকাবাঁকা ঢেউ দেখে আমি মুগ্ধ আজ
ভুলে গেছি যেন এক চন্দ্রভূক কোন ছবির দেশ
কেউ কোথাও আছে বুঝি অপেক্ষায় শুধুই আমার,
বুঝে গেছে কেউ, কেন দিনহীন আমার এ বেশ
ভুলে গেছি আমি আমার সব কাজ!
কান পেতে শোন নি তুমি বিচিত্র ওই নদীর স্বভাব?
দুই তীরে ফোটে রোজ কত ফুল চাষ করা কবিতার
তবু খুব বিষন্ন সব আজ সবকিছু, এই মেঘ, এই বন
চারিদিকে শুধু তোমায় হারাবার কি ভীষণ হাহাকার
এখানে শুধু তোমার অভাব!
তুমি নেই বলে আকাশটা করে আছে কেমন মুখ ভার
নদীর ঐ চঞ্চল মাছগুলো ধীরে ধীরে বন্ধ্যা হয়ে যায়
এ পাড় থেকে দীর্ঘশ্বাস গিয়ে ধাক্কা মারে ঐ পাড়ে
হৃদয়ের উষ্ণতা মিলিয়ে যায় আহা এ ধূসর দুয়ারে
কেন তুমি নেই বলো আর!
৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল আছি।
২| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে কবিতা।
০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল আছি।
শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: বহু দিন পর আপনার কবিতা পেলাম ব্লগে।
কেমন আছেন?
কবিতা অত্যন্ত মনোমুগ্ধকর।