নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আজও রাত্রি পোহায় তোমাকে না পাবার দীর্ঘশ্বাস নিয়ে
তোমায় না পাবার দৈত্যরা ভর করে বুকের মেঝেতে
চাঁদ আজো ফোটে সেই বিষন্নতা নিয়ে মাথার উপরে
তোমায় হারাবার স্বাদ আমার প্রতিটি বিলুপ্ত অনুভবে
যেন বুড়িগঙ্গা থেকে শুরু করে সমস্ত নদী শুষ্ক আজ
যেন সুন্দরবন থেকে শুরু করে সমস্ত বন আজ মরুভূমি
আমাদের বেঁচে থাকারা কেমন বিদ্রোহী দেখ আজ,
সব ফুল ঝরে পড়েছে শোকে, সব গাছ সজীবতাহীন
আকাশ, নক্ষত্র আর চন্দন-জবাগুলো নুয়েছে নিরবে
শ্বেত পাথরগুলো সমুদ্রের গভীরে চিৎকার করে যায়
তোমাকে না পাবার শোকে কেটে যাচ্ছে অসীম সময়
তোমার স্মৃতিরা আজ ভেসে যাচ্ছে হাওয়ায় হাওয়ায়
সোনার তরীর মত কিংবা সোনালী ভোরের মত তুমি
বার বার এসে এই পথে আবার হারিয়ে যাও দুরাশায়।
তুমিহীন এইসব মেঘমালা তবু স্তরে স্তরে দুঃখ সাজায়
জানি না কোন সে সুরের তান রেখে গেছ তুমি এখানে
একদিকে যেতে চাই অথচ কী সুগভীর তোমার টান
আমাকে ছিন্নভিন্ন করে ফেলে বিপরীতমুখী এক ভার
আবার তুমি আসবে বুঝি এই শস্যের স্রোতের মত?
পাখিদের ডানা ঝাপটানো শব্দে কি ভীষন অঙ্গীকার!
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কবিতা মানে হলো একটি দীর্ঘশ্বাস!
২| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতায় কি শুধু হতাশা আর দুঃখ বিলাস থাকবে !!!
এছাড়া কি কবিতা হয়না।
হোক কিছু বিদ্রোহ কবিতা - - - - - অপক্ষোয় আছি